ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে টয়লেট দখল

যৌতুক দাবিতে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:৩০, ১০ অক্টোবর ২০১৬

যৌতুক দাবিতে  গৃহবধূকে  নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন শারমিন আক্তার নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে গৃহবধূ শারমিন আক্তারের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে পাষ- স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। গৃহবধূর পিতা মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি উপজেলার মুশুরী এলাকায়। ৫ বছর আগে পূর্বগ্রাম এলাকার হারুন অর রশিদের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে দেন। বেশ কিছুদিন ধরে স্বামী শফিকুল ইসলামসহ শ্বশুর বাড়ির লোকজন শারমিন আক্তারকে নির্যাতন চালিয়ে আসছে। এছাড়া যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। শনিবার রাতে যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্বামী শফিকুল ইসলামসহ শ্বশুর হারুন অর রশিদ, ভাসুর আরজু রশিদসহ শ্বশুর বাড়ির লোকজন ঘুষি মেরে শারমিন আক্তারের নাক-মুখ থেতলে দেয়। একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×