ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে চালের কার্ড মেম্বারের ঘরে

প্রকাশিত: ০৪:২৯, ১০ অক্টোবর ২০১৬

কালকিনিতে চালের কার্ড মেম্বারের ঘরে

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর থেকে জানান, রমজানপুর এলাকায় দরিদ্রদের ১০ টাকা কেজি চালের কার্ড গোপন করে শাহেআলম শিকদার নামের ইউপি সদস্য নিজেই আত্মসাত করেছেন। দরিদ্রদের কার্ডের চাল তার নিজের পরিবারের মাঝে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে চাল বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলা খাদ্য অফিসের মাধ্যমে রমজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেআলম শিকদারকে ৫৭টি কার্ড বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দকৃত চাল ডিলার দুলাল বেপারী এবং ইউপি সদস্য শাহেআলম শিকদারের যোগসাজশে ৫৭টি কার্ডের মধ্যে ২৭টি কার্ড বিতরণ করে বাকি ৩০টি কার্ড গোপন করে বরাদ্দকৃত চাল নিজেই আত্মসাত করেছেন। তিনি তার ভাই বিত্তশীল মামুন শিকদারকে চালের কার্ড দিয়েছেন। কার্ড বঞ্চিত সাহানারা বেগম, আফসের বেপারী ও রুমা বেগমসহ বেশ কয়েক হতদরিদ্ররা বলেন, আমাদের নামে কার্ড বানিয়ে তা গোপন রেখে বরাদ্দকৃত চাল আমাদের না দিয়ে ডিলারের যোগসাজশে মেম্বার নিজেই আত্মসাত করেছেন। ডিলার দুলাল বেপারী বলেন, বিক্রিতে একটু অনিয়ম হয়েছে। পরবর্তীতে তা পুষিয়ে দেয়া হবে। ইউপি সদস্য শাহেআলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
×