ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০৪:২৯, ১০ অক্টোবর ২০১৬

জামালপুরে ১০ টাকা  কেজি দরের চাল  বিতরণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ৯ অক্টোবর ॥ ইসলামপুর উপজেলায় ডিলার নিয়োগে অনিয়ম ও হতদরিদ্রদের রেশন কার্ড বিতরণে স্বচ্ছতা না থাকায় অনিয়ম চলছে। অনিয়মের কারণে গোয়ালেরচর ইউনিয়নে সেপ্টেম্বর মাসের চাল এখনও বিতরণ হয়নি। এদিকে উপজেলার অন্যান্য ইউনিয়নে হতদরিদ্রদের প্রতি মাসের ৩০ কেজি চালের ৪/৫ কেজি করে ওজনে কম দিয়ে ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে অবশিষ্ট চাল বিক্রি করার অভিযোগ উঠেছে। এছাড়াও অভিযোগ উঠেছে, ডিলার নির্ধারিত জায়গায় চাল বিক্রি না করে নিজ বাড়িতে আবার কেউ ফায়দা লুটার জন্য নিজের পছন্দমতো স্থানে চাল বিক্রি করছে। উপজেলার ৪নং বাজারে ডিলার গোলাম মোহাম্মদ চৌধুরী ওরফে পারুল মাস্টার সেপ্টেম্বর মাসের হতদরিদ্রদের ৩০ কেজি চালের মধ্যে তিন কেজি করে ওজনে কম দিয়ে অবশিষ্ট চাল কালোবাজারে বিক্রি করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। অভিযোগ উঠেছে, মামলা সংক্রান্ত তথ্য গোপন করে ডিলার নিয়োগ পেয়েছেন তিনি। সাপধরী ইউনিয়নের উলিয়া বাজারের ডিলার খায়রুল মমিন সেপ্টেম্বর মাসের হতদরিদ্রদের মাথাপিছু ৩০ কেজি চালের মধ্যে তিন কেজি করে ওজনে কম দেয়ার অভিযোগ রয়েছে। ডিলার খায়রুল মমিন সাপধরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্ধারিত ক্লাস না নিয়ে তিনি চাল বেপারী সেজেছেন। এ নিয়ে এলাকায় সচেতন মহলে গুঞ্জন চলছে। এছাড়া গোলাম মোস্তফা হাড়গিলা বাজারে চাল বিক্রি না করে নিজ বাড়ির বারান্দায় চাল তুলেছেন। এ উপজেলায় শিক্ষক ও বেশিরভাগ স্থানীয় রাজনীতিবিদ ১০ টাকা কেজি চালের ডিলার নিয়োগ পাওয়ায় সঠিক সময় তারা দোকান খুলছে না। দোকান খুললেও দুপুরের পরই বন্ধ করে বাড়িতে চলে যায় অনেকে। উলিয়া বাজারের ডিলার সাইদুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একদিকে তিনি স্কুল ফাঁকি দিচ্ছেন অন্যদিকে ডিলার হয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ফাঁকি দিচ্ছেন। শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম থাকলেও তা মানছে না ডিলাররা। স্কুল শিক্ষক ডিলার সাইদুরের দোকানে গিয়ে খোলা পাওয়া যায়নি। এ ব্যাপারে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হলে তিনি জানান, মেহমান যাবে তাই দোকান বন্ধ করে বাড়ি এসেছি। এ ব্যাপারে তদারকি কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আমি ২৯০ কার্ডের চাল বিক্রি করে স্টকে স্বাক্ষর করে এসেছি। এরপর কি পরিমাণ চাল বিক্রি হয়েছে তা জানি না। আমি কৃষি অফিসের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। গোয়ালেরচর ইউনিয়নে সেপ্টেম্বর মাসের চাল এখনও বিক্রি শুরু করেনি ডিলাররা। অভিযোগ উঠেছে, হতদরিদ্র তালিকা তৈরিতে অনিয়ম হওয়ায় চাল বিতরণ কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নের ৫১ ডিলারের মাধ্যমে ২৩ হাজার ২৫ সুবিধাভোগী পরিবার এ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় রয়েছে।
×