ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের সব শ্রমিককে কল্যাণ তহবিলের আওতায় আনা হবে

প্রকাশিত: ০৪:১৯, ১০ অক্টোবর ২০১৬

দেশের সব শ্রমিককে কল্যাণ তহবিলের আওতায় আনা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সব শ্রমিককে কল্যাণ তহবিলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। রবিবার রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) উদ্যোগে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান। শ্রম প্রতিমন্ত্রী বলেন, একজন শ্রমিক কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে মাত্র ১ লাখ টাকা ক্ষতিপূরণ পায়। তা দিয়ে কোন পরিবারের চলে না। তাই রফতানিমুখী শিল্প বিশেষ করে তৈরি পোশাক শিল্পের রফতানি মূল্যের ০.০৩ শতাংশ সরাসরি শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় তহবিলে গত ১ জুলাই থেকে জমা শুরু হয়েছে। এ তহবিলের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের সহায়তা দেয়া শুরু করা যাবে। তিনি বলেন, কোন পোশাক শ্রমিক মৃত্যুবরণ করলে এ তহবিল থেকে মৃত্যুজনিত কারণে সর্বোচ্চ তিন লাখ এবং বীমা বাবদ দুই লাখ টাকা অর্থ সহায়তা পাবেন। আশা করি এ বছরের ডিসেম্বরের মধ্যে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ক্ষেত্রে তা কার্যকর করতে পারব। পর্যায়ক্রমে দেশের সব শ্রমিককে কল্যাণ তহবিলের আওতায় আনা হবে। মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশে ৮৩ লাখ ছোট-বড় কারখানা ও ব্যবসা কেন্দ্র রয়েছে। এখানে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ২০ হাজার পরিদর্শন টিম দরকার। কিন্তু রয়েছে মাত্র ২৫০ টিম। তাই ব্যবসায়ী সংগঠনগুলোর উচিত প্রত্যেক সদস্যের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করা। তিনি বলেন, যখন রানা প্লাজার মতো কোন দুর্ঘটনা ঘটে তখন সব দোষ হয় সরকারের। অথচ এখান থেকেই রফতানিকারক প্রতিষ্ঠানগুলো পোশাক রফতানি ও বিদেশীরা অর্ডার দিয়ে থাকে।
×