ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাকের মান যাচাইয়ের সুবিধা নেই দেশে

প্রকাশিত: ০৪:১৮, ১০ অক্টোবর ২০১৬

তৈরি পোশাকের মান যাচাইয়ের সুবিধা নেই দেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত চার দশকে একটু একটু করে এগিয়ে এখন দেশের শীর্ষ রফতানি খাত তৈরি পোশাক শিল্প। বিকাশ ঘটেছে এই শিল্প সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পেরও। তবে এসব শিল্প পণ্যের মান যাচাইয়ে দেশে কোন ল্যাব সুবিধা না থাকায় সুযোগের সবটুকু কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার জমির ব্যবস্থা করলে নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন আধুনিক পরীক্ষাগার। আর দেশের স্বার্থেই এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলে মত অর্থনীতিবিদদের। বাংলাদেশের মোট রফতানি আয়ের প্রায় সবটুকুই আসে পোশাক শিল্প থেকে। বিশ্ব বাজারেও বেশ চাহিদা বাংলাদেশী পোশাকের। যার অন্যতম কারণ, ক্রেতার চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য সরবরাহের সক্ষমতা। এই শিল্পের জন্য দরকারি বোতাম, জিপার, কার্টুন, হ্যাঙ্গারসহ প্রায় ৩৫ ধরনের আনুষঙ্গিক পণ্যও তৈরি হয় বাংলাদেশেই। দেশের ছোট-বড় প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত। তবে উৎপন্ন এসব পণ্যের মান পরীক্ষার জন্য দ্বারস্থ হতে হয় বিদেশের। ২০১৮ সালের মধ্যে পোশাক শিল্পের আনুষঙ্গিক পণ্যের মোট রফতানি লক্ষ্যমাত্রা ১২ বিলিয়ন ডলার নির্ধারণ করেন ব্যবসায়ীরা। এই লক্ষ্যমাত্রা অর্জনে পণ্যের পরীক্ষাগারের গুরুত্ব তুলে ধরে সরকারী সহযোগিতা চান তারা। অর্থনীতিবিদরাও বলছেন, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেশে থাকলে গতি বাড়বে পণ্যের রফতানিতে।
×