ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৭, ১০ অক্টোবর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। বন্ধুরা আজ আমরা জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্নোত্তর নিয়ে পড়াশোনা করব। এই প্রশ্নোত্তরগুলোই আবার গ.ঈ.ছ হিসেবে আসতে পারে। ১ম অধ্যায় জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্নোত্তর ১। কিংডম কী? উঃ প্রাণিজগৎকে কিংডম বলে। ২। কোন পর্বের প্রাণিরা স্পঞ্জ নামে পরিচিত? উঃ পরিফেরা পর্বের প্রাণিরা। ৪। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি? উঃ আর্থ্রােপোডা ৫। শামুকের দেহাবরণ কেমন? উঃ শক্ত খোলস দ্বারা আবৃত। ৬। আরশোলার মাথায় কি থাকে? উঃ একজোড়া পুঞ্জাক্ষি বা এ্যান্টেনা। ৭। কেচোর রেচন অঙ্গের নাম কি? উঃ নেফ্রিডিয়া। ৮। কেঁচো, জোঁকের প্রতিটি খ-ে কি থাকে? উঃ সিট। ৯। শ্রেণিবিন্যাসের জনক কে? উঃ ক্যারোলাস লিনিয়াস। ১০। মানব দেহের হৃৎপি- কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? উঃ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। ১১। পক্ষীকূলরা সহজে উড়তে পারে কেন? উঃ ফুসফুসের সাথে বায়ুথলি থাকায়। ১২। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে কয়টি ধাপে এর বৈশিষ্ট্য মিলিয়ে নিতে হয় ও ধাপগুলো কি কি? উঃ একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত ছয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এ ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, জন ও প্রজাতি এই ছয়টি ধাপ। ১৩। অসটিকথিস শ্রেণির প্রাণীদের দেহ কোন ধরনের আঁইশ দ্বারা আবৃত? ১৪। নটোকর্ড কিসে পরিবর্তিত হয়? উঃ শক্ত কশেরুকাযুক্ত মেরুদ-ে। ১৫। অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? উঃ যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দু’অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। যেমনÑতারামাছ ১৬। ভ্রƒণস্তর কি? উঃ ভ্রƒণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের ভ্রƒণস্তর বলে। ১৭। পাখির চোয়াল কিসে পরিণত হয়েছে? উঃ চঞ্চুতে পরিণত হয়েছে? ১৮। একটি হাইড্রা, মাছ, তারামাছ এবং হাতুড়ি মাছ নিয়ে পর্যবেক্ষণ করলে কোনটিকে কোন পর্ব এবং শ্রেণিতে স্থান দেয়া যাবে? (র) হাইড্রো এরা সামুদ্রিক আবার অনেক প্রজাতি খাল, বিল, নদী ঝরনায় দেখা যায়। এদেরকে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করা যায় যা ইতিপূর্বে সিলেন্টারোটা নামে পরিচিত ছিল। (রর) মাছএরা অসটিকথিস শ্রেণির অন্তর্ভুক্ত। এরা স্বাদু পনিতে বাস করে। (ররর) তারামাছএরা একাই নোডারসাটা পর্বের প্রাণি। এরা সকলেই সামুদ্রিক এবং মুক্তজীবী। (রা) হাতুড়ি মাছএরা সকলেই সমুদ্রে বাস করে এবং এরা কনড্রিকথিস শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণী।
×