ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউপিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:৩৭, ৯ অক্টোবর ২০১৬

বিইউপিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘বিইউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব’এর উদ্যোগে, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) এবং সেনা কল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত ‘ঈড়ৎঢ়ড়ৎরফফষবৎু-২০১৬’ এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ২৪টি বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ২১৩টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ^বিদ্যালয় আইবিএ-এর ৩টি দল ও বিইউপি-এর ২টি দল উত্তীর্ণ হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ‘টিম ক্যামেস্ট্রি’ প্রথম স্থান অধিকার করে। এছাড়া বিইউপির টিম ‘সেকেন্ড স্ট্রিং’ প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অনুকূল পরিবেশ বিরাজ করছে। আর তাই বাংলাদেশ নি¤œ মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। যদিও সম্প্রতি গুলশানের হামলা গোটা জাতিকে শোকাহত করেছে। তথাপিও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এহেন অবস্থার উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে আমরা কিছু বিপথগামী যুবকের সংশ্লিষ্টতা পেয়েছি। তবে বিইউপির আজকের এ আয়োজনে তরুণদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত হতে দেখে আমি সত্যিই অভিভূত। তিনি আরও বলেন, পরিবার, সমাজ ও জাতিকে উপকৃত করতে হলে আজকের তরুণ সমাজকে ফলপ্রসূ ক্রিয়াকলাপের সঙ্গে নিজেদের জড়িত রাখতে হবে। এছাড়াও অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×