ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর

ঘুরে এলাম জাপান

প্রকাশিত: ০৬:৩৬, ৯ অক্টোবর ২০১৬

ঘুরে এলাম জাপান

ড. মো এনামুল হক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ুশিউকি মুরাটার তত্ত্বাবধানে পিএইচডি ও পোস্ট ডক সম্পন্ন করেন। সেই থেকে ড. মুরাটার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে ড. এনামুল তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। ড. মুরাটা অত্যন্ত পরিশ্রমী ও খুব উচ্চমানের একজন গবেষক। তার তত্ত্বাবধানে ড. এনামুলের পর এখন পর্যন্ত ১৮ জন বাকৃবি গ্র্যাজুয়েট পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে অধ্যয়নরত আছেন আরও দু’জন গ্র্যাজুয়েট। ড. মুরাটা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষার্থীরা জানান, তিনি সকল গুণে গুণান্বিত একজন ব্যক্তি যাকে আমরা জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে পারি। বাংলাদেশী গবেষকদের কাজের সফলতায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়ুশীউকি মুরাটা। জাপান-এশিয়া ইউথ এক্সেঞ্জ প্রোগ্রামের আওতায় জাপান সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এ ট্রেনিং প্রোগ্রাম আয়োজিত হয়। জাপান যাওয়ার সুযোগ হয় বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তরুণ শিক্ষক মো. গোলাম কিবরীয়া বাপ্পীসহ ১৪ জন মাস্টার্স শিক্ষার্থীর। আট দিনব্যাপী এ ট্রেনিং প্রোগ্রামে বাকৃবির শিক্ষার্থীরা উচ্চতর প্রযুক্তি, বিভিন্ন ধরনের উচ্চতর যন্ত্রপাতি, উন্নতমানের ল্যাব ও চলমান নানা গবেষণা থেকে অনেক কিছু শিখতে পারে। চলমান গবেষণার মধ্যে রয়েছে- ধান গাছে আর্সেনিক কিভাবে পরিবাহিত হয় এবং সিলিকন ব্যবহার করে কিভাবে আর্সেনিকের মাত্রা প্রশমিত করা যায়, ফাইটো হরমোন কিভাবে উদ্ভিদের স্টোমাটা খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, বিওয়াইটুসহ বিভিন্ন প্রযুক্তি। এসব সরাসরি পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের সুযোগ হয়েছিল জাপানের ওকাইয়ামা প্রাসাদ, ইনস্টিটিউট অব প্ল্যান্ট সাইন্স এ্যান্ড রিসোর্স, কোরাকুইন গার্ডেন, হিরোশিমায় অবস্থিত পিস মেমোরিয়াল জাদুঘর ভ্রমণের। এই জাদুঘর পারমাণবিক বোমায় মৃত হাজার হাজার হতভাগ্য মানুষদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। জাপানসহ বিশ্বের নতুন ও আগামী প্রজন্ম এসব থেকে শিক্ষা গ্রহণ করুক। তাদের উপলব্ধিকে শাণিত করুক যুদ্ধের বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে সর্বোপরি পরমাণু অস্ত্র তৈরি এবং তার ব্যবহারের বিরুদ্ধে। ট্রেনিং সম্পর্কে জানতে চাইলে ইমরান আহাম্মদ সিদ্দিকী বলেন, মাস্টার্সের ছাত্র হিসেবে বাকৃবি থেকে প্রথম বারের মতো বিদেশ যাওয়া এবং এ ধরনের প্রোগ্রাম আমাদের জীবনে নতুন দ্বার উন্মোচন করেছে। জাপানিদের পরিশ্রমী, শান্ত ও বিনয়ী ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এসব অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে আমাদের এনামুল স্যার ও মুরাতা স্যারের সৌজন্যে। আমি আশা করি, জাপান ভ্রমণের অভিজ্ঞতা ও তাদের প্রযুক্তির উৎকর্ষতা আমাদের ভবিষ্যতের চলার পথে সহায়তা করবে। একই বিষয়ে ড. এনামুল জানান, শিক্ষার্থীরা জাপানের উন্নতর প্রযুক্তি ও নানা বিষয়ে জানতে পেরেছে। এ ধরনের কর্মসূচী মৃত্তিকা বিজ্ঞান বিভাগ তথা বিশ্ববিদ্যালয় থেকে এবারই প্রথম। আর আমি এর অংশীদ্বার হতে পেরে আনন্দিত। আশা করি এ ধরনের কর্মসূচী প্রতি বছরই চলমান থাকবে।
×