ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক হ্যান্ডবলের উভয় বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা

আইএইচএফ ট্রফির পর্দা উঠছে আজ

প্রকাশিত: ০৬:২৩, ৯ অক্টোবর ২০১৬

আইএইচএফ ট্রফির পর্দা উঠছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষ বিভাগে পাকিস্তান-মালদ্বীপ এবং মহিলা বিভাগে নেপাল-মালদ্বীপের ম্যাচ দিয়ে আজ রবিবার পর্দা উঠছে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি’র চতুর্থ আসরের। সকাল ৮টায় পুরুষ দলের প্রথম ম্যাচটি হবে শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। এই ভেন্যুতেই বেলা ১১টায় তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তার আগে সকাল পৌনে ১০টায় দ্বিতীয় ম্যাচে লড়বে আফগানিস্তান ও নেপাল। সকাল ৯টায় মহিলা দলের প্রথম ম্যাচটি হবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। একই ভেন্যুতে সকাল পৌনে ১১টায় দ্বিতীয় ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের পর ফাইনাল প্রত্যাশী বাংলাদেশের মহিলা হ্যান্ডবল দলকে মোকাবেলা করবে শ্রীলঙ্কা মহিলা দল। স্বাগতিক বাংলাদেশ উভয় বিভাগেই শিরোপা জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের। টুর্নামেন্টে দক্ষিণ-মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল অংশ নেবে। উভয় বিভাগে সাতটি দল দুই ভাগে বিভক্ত হয়ে তিন ভেন্যুতে (শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) রাউন্ড রবিন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তীতে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আইএইচএফ আয়োজিত টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলবে।
×