ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোর টেস্ট

কোহলির সেঞ্চুরিতে ভারতের দাপুটে শুরু

প্রকাশিত: ০৬:২১, ৯ অক্টোবর ২০১৬

কোহলির সেঞ্চুরিতে ভারতের দাপুটে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ গৌতম গাম্ভীরের প্রত্যাবর্তন ম্যাচে আলো ছড়ালেন বিরাট কোহলি। অধিনায়কের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইন্দোর টেস্টে ভারতের শুরুটা হয়েছে চমৎকার। প্রথমদিন শেষে ৩ উইকেটে ২৬৭ রান করে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিকরা। ১০৩ রান করে অপরাজিত কোহলি, ৭৯ রানে তার সঙ্গে আছেন ক্ল্যাসিক্যাল অজিঙ্কা রাহানে। আর দীর্ঘ প্রায় দুই বছর পর দলে ফেরা গাম্ভীর আউট হয়েছেন ২৯ রান করে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে টানা দুই জয়ে আগেই সিরিজ (২-০) নিশ্চিত করেছে ভারত। ইন্দোরেও সেই ধারা অব্যাহত রেখে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করতে চায় কোহলির দল। সেই পথে তাদের শুরুটাও কিন্তু দারুণ হয়েছে। ফর্মে ছিলেন না বলে তাকে নিয়ে কথা হচ্ছিল। ইডেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৫ রানের পথে ট্রেলার দেখিয়েছিলেন। বড় পূঁজার সপ্তমীর দিনে পুরো ফিল্মটাই দেখিয়ে দিলেন ‘ক্রেজি‘ কোহলি। বুঝিয়ে দিলেন ‘ফর্ম ইজ টেম্পারারি, বাট ট্যালেন্ট ইজ পার্মানেন্ট’। ৪৮তম টেস্টে ক্যারিয়ারে ১৩ নম্বর সেঞ্চুরি পূরণে বল খেলেছেন ১৯১টি, দৃষ্টিনন্দন ১০টি চার মেরেছেন সময়ের সেরা উইলোবাজ। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পর ব্যাটে রান ছিল না। চলতি সিরিজের প্রথম টেস্টেও ছিলেন ব্যর্থ। দ্বিতীয়টিতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। কঠিন পরিস্থিতিতে নেমে কাল স্বভাবসূলভ আক্রমণাত্মক ব্যাটিংই উপহার দিয়েছেন। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছিলেন, কোহলির ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। সাদা পোশাকের ভারত অধিনায়ক সেটিই সত্যি প্রমাণ করলেন। ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ইনজুরিতে দুই বছর পর সুযোগ পাওয়া গাম্ভীর মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন। ১০ রান করে বিজয় প্যাভিলিয়নে ফিরলেও ৩৪ বছর বয়সী দিল্লী তারকা কিন্তু আক্রমণাত্মকভাবেই শুরু করেন। ২৯ রানের ইনিংসে রয়েছে ৩টি চার ও ২টি বিশাল ছক্কার মার। পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ম্যাট হেনরিকে স্কোয়ার লেগের ওপর দিয়ে পর পর দু’বার সীমানার বাইরে আছড়ে ফেলেন একসময় ভারতীয় দলের অপরিহার্য সদস্য। ২৭ রানে একবার জীবন পাওয়ার পরও অবশ্য ইনিংসটাকে বড় করতে পারেননি। ২০১৪’র আগস্টে কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করার পর গাম্ভীরকে বনবাসে পাঠিয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি গোলাপি বলে, ঘরোয়া দিবারাত্রির দুলিপ ট্রফিতে টানা চার ইনিংসে ৭৭, ৯০, ৫৯ ও ৯৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে এই প্রত্যাবর্তন। দেখা যাক দ্বিতীয় ইনিংসে তিনি কি করেন? গাম্ভীর সাজঘরে ফিরলে ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আশা জাগিয়েছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু টেস্ট স্পেশালিস্ট আউট হন ৪১ রান করে। এরপরই গাম্ভীর-রাহানে জোড়। ১৭৯ বলে ৯ চার ও ১টি ছক্কায় ৭৯ রান নিয়ে অধিনায়কের সঙ্গে আছেন রাহানে। কিউইদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন পেসার বোল্ট, স্পিনার জিতেন প্যাটেল ও মিচেল স্যান্টনার। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ২৬৭/৩ (৯০ ওভার; কোহলি ১০৩*, রাহানে ৭৯*, পূজারা ৪১, গাম্ভীর ২৯, বিজয় ১০; স্যান্টনার ১/৫৩, বোল্ট ১/৫৪, প্যাটেল ১/৬৫)। ** প্রথমদিন শেষে
×