ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল, না চ্যাম্পিয়ন্স ট্রফি?

প্রকাশিত: ০৬:২০, ৯ অক্টোবর ২০১৬

আইপিএল, না চ্যাম্পিয়ন্স ট্রফি?

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে মর্যাদার আন্তর্জাতিক আসরে সাফল্যের হাতছানি, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে পয়সার ঝনঝনানি- কোন্ পথে হাঁটা উচিত, তা ঠিক করতে হিমশিম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)! লোধা কমিটির সুপারিশ মেনে চললে চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা আইপিএল; যে কোন একটির দিকে চোখ রাখতে হবে ভারতকে। আইপিএল বাতিল করার কোন ইচ্ছা যে বিসিসিআইয়ের নেই, তেমন ইঙ্গিত পাওয়া গেছে সভাপতি অনুরাগ ঠাকুরের বক্তব্যে। কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের ঘরোয়া টি২০ তথা আইপিএলের আগে ও পরে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অন্তত ১৫ দিনের বিরতি থাকতে হবে। কিন্তু ২০১৭ সালে আইপিএল শেষ হওয়ার কথা ২৬ মে। আর মাত্র পাঁচদিন পরেই (১ জুন) শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে দুই প্রতিযোগিতার মধ্যে কোনটা বাদ দেয়া হবে তা নির্ধারণ করতে গিয়ে বেশ বিপাকেই পড়ে গেছে বিসিসিআই। সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আমি জানি না যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবে কি না। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী চললে হয় আপনাকে আইপিএল খেলতে হবে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি। কাজেই এ ব্যাপারে বিসিসিআইকে একটা সিদ্ধান্ত নিতে হবে।’ আইপিএল আয়োজন না করলে ভারতীয় ক্রিকেট যে আর্থিকভাবে বড় রকমের ক্ষতিতে পড়বে ঠাকুর সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আপনি কি কয়েক শ’ কোটি রুপি লোকসান করবেন?
×