ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও চমক ধরে রাখতে চান জেক বল

প্রকাশিত: ০৬:১৯, ৯ অক্টোবর ২০১৬

আজও চমক ধরে রাখতে চান জেক বল

মোঃ মামুন রশীদ ॥ এমন অভিষেক সবার স্বপ্নেই থাকে। ব্যাটসম্যান কিংবা বোলার যেই হোক অভিষেক ম্যাচে দারুণ কিছু করে নিজের যোগ্যতা ও সামর্থ্য প্রমাণে থাকে উন্মুখ। গত জুলাইয়ে ক্রিকেট মক্কা খ্যাত লর্ডসের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে অবশ্য সেটা করে দেখাতে পারেননি জেক বল। নটিংহ্যামশায়ারের ম্যানসফিল্ডে জন্ম নেয়া এ ২৫ বছর বয়সী ডানহাতি পেসার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচ, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ওয়ানডে অভিষেক হলো তার। জ্বলে উঠলেন এবার, ৫১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন যেটা ছিল কোন ইংলিশ খেলোয়াড়ের অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার ১৪তম ঘটনা। ওয়ানডে অভিষেকে কোন ইংলিশ বোলারের এটিই ছিল সেরা বোলিং নৈপুণ্য। জেক বলের দুরন্ত পেসেই প্রায় জয় পেতে চলা বাংলাদেশ দল শেষ পর্যন্ত ২১ রানে হেরে গেছে। সব মিলিয়ে এমন অসাধারণ অভিষেকে দারুণ উচ্ছ্বাসিত এ তরুণ পেসার। স্বপ্নের মতো অভিষেক হয়েছে আখ্যা দিয়ে তিনি প্রত্যাশা জানিয়েছেন এমন নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখার। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত ১০৯ ক্রিকেটারের অভিষেক হয়েছে যার মধ্যে ৬৩ জন ছিলেন বোলার। এর মধ্যে ৪ জন ৫ উইকেট বা তার বেশি উইকেট নিয়ে বাংলাদেশ দলকে ক্যারিয়ারের শুরুতেই দিয়েছেন বড় ধরনের ধাক্কা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা মাত্র ১৬ রানে ৬ উইকেট নেন গত বছর ১০ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেটাই আজ পর্যন্ত ওয়ানডের ইতিহাসে কোন বোলারের অভিষেকে সবচেয়ে সেরা নৈপুণ্য। সবমিলিয়ে ওয়ানডে অভিষেকে আজ পর্যন্ত ১৩ বোলার ৫ উইকেট শিকার করে নিজের আগমনী বার্তাটা দুর্দান্তভাবেই জানিয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেটকে। তবে অধিকাংশই ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে সেটা ধরে রাখতে পারেননি। সেদিক থেকে সবচেয়ে এগিয়ে জিম্বাবুইয়ের পেসার ব্রায়ান ভিটোরি। তিনি ওয়ানডে অভিষেকে বাংলাদেশের বিরুদ্ধে ১২ আগস্ট ২০১১ হারারেতে ৩০ রানে ৫ উইকেট নেন। ক্যারিয়ারের পরবর্তী ম্যাচে দু’দিন পর একই ভেন্যুতে আবার ২০ রানে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের টানা দুই ওয়ানডেতে ৫ উইকেট শিকারের এমন নৈপুণ্য আর দেখাতে পেরেছেন শুধু বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাতি পাওয়া মুস্তাফিজ গত বছর ১৮ জুন ও ২০ জুন ভারতের বিরুদ্ধে অভিষেক ও ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৫০ রানে ৫ ও ৪৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। বাকিরা এমন করতে পারেননি। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে যে চার বোলার ওয়ানডে অভিষেকে ৫ উইকেট শিকার করেছেন ভিটোরি ছাড়া আর কেউ সেটা ধরে রাখতে পারেননি। তবে জেক বল ৫১ রানে ৫ উইকেট নেয়ার পর দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘অবশ্যই এমন একটি অভিষেক আপনি ভুলতে পারবেন না। আমি শুধু চেয়েছিলাম খেলায় আসতে এবং দেখাতে চেয়েছি কি করতে পারি সুযোগ পেলে। আশা করছি এই পর্যায়ে এভাবেই নিজেকে ধারাবাহিকভাবে এভাবেই প্রদর্শন করে যেতে পারব। আত্মবিশ্বাস অবশ্যই বেড়ে গেছে। অবশ্যই বিস্ময়কর ব্যাপার অভিষেকে ৫ উইকেট পাওয়া। এটা অবশ্যই একটা স্বপ্নময় অভিষেক। এমনটা আমি নিয়মিতই করতে আশাবাদী।’ ওয়ানডে অভিষেকে ইংল্যান্ডের পক্ষে সেরা নৈপুণ্য দেখিয়েছেন জেক বল। এর আগে ওয়ানডে অভিষেকে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং নৈপুণ্য ছিল ১৯৯৬ সালে এডাম হোলিওক পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকে ২৩ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে অভিষেকের সেটাই ছিল সেরা নৈপুণ্য। এখন সবার ওপরে চলে গেছেন জেক। এশিয়ার মাটিতে কোন ইংলিশ বোলারের এটি চতুর্থ সেরা বোলিং নৈপুণ্য। ক্রিস ওকস (৬/৪৭) পল জারভিস (৫/৩৫) ও টিম ব্রেসনান (৫/৪৮) আছেন বলের ওপরে। তবে অভিষেকেই এমন উজ্জ্বল নৈপুণ্য দেখালেন বল। শুক্রবার বাংলাদেশ ইনিংসের দশম ওভারে বোলিং করতে এসেই তিনি ফর্মের তুঙ্গে থাকা তামিম ইকবালকে শিকার করে অভিষেক উইকেট পান। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম বল। প্রথম স্পেলে ৫ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট! কিন্তু ফিরতি স্পেলে তিনি হামলে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর। বিধ্বংসী ইনিংস খেলে ভয়ানক হয়ে ওঠা সাকিব আল হাসানকে ও মোসাদ্দেক হোসেন সৈকতকে টানা দুই বলে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সুযোগ সৃষ্টি করেন। শেষ স্পেলে ৪.৫ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। একেবারে অচেনা থেকে এক ম্যাচ খেলেই বিশ্ব ক্রিকেটে দারুন পরিচিত হয়ে উঠেছেন জেক বল। সেইসঙ্গে প্রতিপক্ষ বাংলাদেশ শিবিরের জন্যও বিশেষভাবে বিবেচনার কারণ হয়ে উঠেছেন। এবার দ্বিতীয় ওয়ানডে থেকে তাকে নিয়ে বাড়তি বিচার-বিশ্লেষণ করতে হবে মাশরাফি বিন মর্তুজার দলকে। কারণ বল আত্মবিশ্বাসের সঙ্গেই প্রত্যয় জানিয়েছেন আবারও দারুণ কিছু করার। আজকেও বাংলাদেশী ব্যাটসম্যানদের ওপর হামলে পড়বেন জেক বল?
×