ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য থেকে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স

প্রকাশিত: ০৫:৫৮, ৯ অক্টোবর ২০১৬

মধ্যপ্রাচ্য থেকে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে চলতি বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্য থেকে প্রাবাসীদের পাঠানো রেমিট্যান্স কমতে শুরু করেছে। জনশক্তি রফতানিতে মন্দাবস্থা, তেলের দরপতন, বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের ফেরত আসা, মার্কিন ডলারের অবনমন এবং হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান বেড়ে যাওয়াই এর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্সসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ডলার, যা আগের মাসে (গত বছরের ডিসেম্বর) ছিল ৭৪ কোটি ডলার। এছাড়া ফেব্রুয়ারিতে ৬৬ কোটি ডলার, মার্চে ৭৪ কোটি, এপ্রিলে ৬৭ কোটি, মে মাসে ৬৯ কোটি, জুনে ৮২ কোটি, জুলাইয়ে ৫৯ কোটি, আগস্টে ৬৭ কোটি এবং সর্বশেষ সেপ্টেম্বরে ৫৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। অর্থাৎ চলতি বছরের প্রথম নয় মাসে ৬১১ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তবে মধ্যপ্রাচ্যের যে দেশটি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে আসে সেটি সৌদি আরব। এখনও পর্যন্ত দেশটি রেমিট্যান্সে শীর্ষস্থানে থাকলেও ধারাবাহিকভাবে তা কমছে। চলতি বছরের জানায়ারিতে ২২ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৩ কোটি, মার্চে ২৬ কোটি, এপ্রিলে ২২ কোটি, মে মাসে ২২ কোটি এবং জুনে ২৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। কিন্তু জুলাই মাসেই ২৬ থেকে নেমে আসে ১৯ কোটি ডলারে। ঈদের আগের মাস হওয়ায় আগস্টে সেটি ২৩ কোটি ডলারে পৌঁছালেও সেপ্টেম্বরে তা আবার ১৭ কোটিতে নেমে আসে। একই ভাবে রেমিট্যান্স কমছে সংযুক্ত আরব আমিরাত থেকেও।
×