ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্ট্রাকো গ্রুপের এলপিজি অটো ফিলিং স্টেশন উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৭, ৯ অক্টোবর ২০১৬

ইন্ট্রাকো গ্রুপের এলপিজি অটো ফিলিং স্টেশন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশের শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান ইন্ট্রাকো গ্রুপ শনিবার বিকেলে বগুড়ার প্রথম শাজাহানপুরে জাতীয় মহাসড়কের ধারে তাদের ডিজিটাল এলপিজি অটো ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফিলিং স্টেশনের সঙ্গে এলপিজি পাম্প ও কনর্ভাসন সেন্টারেরও উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ইন্ট্রাকো গ্রুপের চেয়ারম্যান মোঃ হাকিম আলী অতিথিদের নিয়ে সুসজ্জিত মঞ্চে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বগুড়ার জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, ইন্ট্রাকো গ্রুপের (ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইরাদ আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোঃ কবির হোসেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক এমএ মতিন। প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখে দেশকে দ্রুত মধ্যম আয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের সকল পদক্ষেপেই জ্বালানির নিশ্চয়তা আগে দরকার। প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমাতে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যসের (এলপিজি) ব্যবহার শুরু করা দরকার এখনই। সে লক্ষ্যেই বগুড়াসহ বিভিন্ন স্থানে গাড়ির জ্বালানির জন্য সিএনজি গ্যাসের পরিবর্তে এলপিজি গ্যাসে মোটরগাড়িসহ সকল যান্ত্রিক যানবাহন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। দেশের জ্বালানির মজুদের ওপর চাপ কমাতে এলপিজি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। জ্বালানি সঙ্কট মোকাবেলায় বিশ্বে এলপিজিতে যানবাহন চালানো বাড়ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। বর্তমানে সিএনজিতে যেসব যানবাহন চলছে তা কম খরচে এলপিজিতে রূপান্তর করে এ গ্যাসে চালানো যাবে। প্রতি লিটার সিএনজিতে যত কিলোমিটার গাড়ি যায়, প্রতি লিটার এলপিজিতে তার চেয়ে বেশি কিলোমিটার যাবে। বগুড়ার জেলা প্রশাসক জানান, উত্তরাঞ্চলের মধ্যবর্তী জেলা বগুড়ার ওপর দিয়ে ১১টি জেলার যানবাহন চলে। এক্ষেত্রে বগুড়ায় এলপিজি ফিলিং স্টেশনের গুরুত্ব অনেক বেশি। গাড়িতে সিএনজি স্থাপনে যতটা জায়গা নেয় এলপিজি তার চেয়ে কম জায়গা নেবে। সবচেয়ে বড় বিষয় হলো গাড়ির নিরাপত্তা। বগুড়ায় ইকোনমিক জোন প্রতিষ্ঠা হওয়ার পর জ্বালানির গুরুত্ব আরও বাড়বে। ইন্ট্রাকো কর্তৃপক্ষ জানায়, তাদের কোম্পানি বগুড়ায় প্রথম ডিজিটাল এলপিজি অটো ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। আগামীতে সারাদেশে ২শ’রও বেশি ডিজিটাল অটো এলপিজি স্টেশন করা হবে। বগুড়ার এ স্টেশন থেকে সিএনজি থেকে এলপিজিতে রূপান্তর করা যাবে। এতে খরচ সিএনজি রূপান্তেরের চেয়ে অনেক কম।
×