ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২ বছরের শিশু নিহত, শ্রীনগরে ফের কার্ফু

প্রকাশিত: ০৫:৫৫, ৯ অক্টোবর ২০১৬

১২ বছরের শিশু নিহত, শ্রীনগরে ফের কার্ফু

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর ছোড়া ছররা গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার পর সেখানে ফের কার্ফু জারি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়। খবর এনডিটিভির। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বাহিনী ছররা গুলি ছোড়ে। তবে জুনায়েদ প্রতিবাদকারীদের সঙ্গে ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশের সূত্রগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, সাইদপোরা এলাকায় নিজেদের বাড়ির মেইন গেটে দাঁড়িয়েছিল সে, এ সময় ছররার একটি ঝাঁক তাকে আঘাত করে। জুনায়েদের বুকে ও মাথায় বহু ছররা বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে নিকটবর্তী শের ই কাশ্মীর হাসপাতালে নিয়ে যান। জুনায়েদের লাশ বাড়িতে নিয়ে আসার পর ক্ষুব্ধ শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তারা সরকারবিরোধী সেøাগান দেয়। লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনী ক্ষুব্ধ প্রতিবাদকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। স্থানীয়রা জানিয়েছেন, জানাজা শুরুর সময় নিরাপত্তা বাহিনী তা বন্ধ করার চেষ্টা করে। এ সময় ক্ষুব্ধ লোকজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও ছররা গুলি ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। জুলাইয়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিযবুল মুজাহিদীনের নেতা বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর থেকে কাশ্মীরজুড়ে অস্থিরতা শুরু হয়। তারপর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে ৯০ জনেরও বেশি মানুষ নিহত ও ১০ হাজারের বেশি আহত হন। কেন মুরগি রাস্তা পার হবে? কেন এক মুরগিকে রাস্তা পার হতে দেখা গিয়েছিল সে ব্যাপারে তথ্য জানাতে আবেদন জানিয়েছেন স্কটল্যান্ডের ডুনডি শহরের ইস্ট মার্কেট গেট পুলিশ। একটি মুরগিকে রাস্তা পার হতে দেখে মোটরচালকরা উদ্বিগ্ন হলে পুলিশ ডাকা হয়। পুলিশ সেটিকে খুঁজে বের করে থানায় নিয়ে যায়। পুলিশ মুরগির মালিকের খোঁজ করছে এবং এ সম্পর্কে কোন তথ্য দিতে আবেদন জানিয়েছে। -বিবিসি কিশোরের ২০ সেমি ‘লেজ’ ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের এক কিশোরের মেরুদ-ের নিচ থেকে গজানো ২০ সেন্টিমিটার লম্বা একটি লেজ অপসারণ করা হয়েছে। ১৮ বছর বয়সী ওই কিশোরটির ১৪তম জন্মদিনের পর থেকেই লেজটি গজানো শুরু হয়। লোকলজ্জার ভয়ে কিশোর ও তার পরিবার বিষয়টি গোপন করে। কিন্তু পরে লুকানোর পক্ষে ‘লেজটি’ বেশি বড় হয়ে যাওয়ায় ও এর ভেতরে হাড় গজাতে থাকায় তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। -বিবিসি
×