ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মস্কো ও দামেস্কের যুদ্ধাপরাধের তদন্ত চায় যুক্তরাষ্ট্র

রুশ বাহিনী অনির্দিষ্টকাল সিরিয়ায় থাকবে

প্রকাশিত: ০৫:৫৪, ৯ অক্টোবর ২০১৬

রুশ বাহিনী অনির্দিষ্টকাল সিরিয়ায় থাকবে

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় শুক্রবার সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত এক সামরিক চুক্তি অনুমোদন করেছে। চুক্তির শর্তানুযায়ী, রুশ বিমান বাহিনীর একটি গ্রুপ মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়া ও সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত হওয়া উচিত। খবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের। বিতর্কের পর স্টেট দুমার ৪শ’ ৪৬ আইন প্রণেতার সমর্থনে চুক্তিটি অনুমোদন পায়। তারা যুদ্ধরত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেন। লিবিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরে বিদ্রোহী অধিকৃত পূর্বাংশের ওপর রুশ জঙ্গী বিমানের সহায়তায় সিরীয় সেনাবাহিনীর আক্রমণের রুশ পার্লামেন্টে এ পদক্ষেপ নেয়া হয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তিচুক্তি গত মাসে মুখ থুবড়ে পড়ার পর মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। দ’দেশ এ যুদ্ধে পরস্পরবিরোধী পক্ষে প্রতিসমর্থন যোগাচ্ছে। মস্কো আমাদের বিশ্বস্ত সহযোগী এবং যুক্তরাষ্ট্র আসাদকে উৎখাতের চেষ্টায় সমর্থন দিচ্ছে সিরীয় বিদ্রোহীদের প্রতি। এক বছর আগে রাশিয়া সিরিয়ায় বিমান অভিযান শুরু করলে যুদ্ধের গতি পাল্টে যায় এবং কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল আসাদ বাহিনীর জন্য সম্ভব হয়। মস্কো বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীকে সহায়তা করাই হচ্ছে এ সামরিক অভিযানের লক্ষ্য। অবিরাম বিমান হামলায় বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। চুক্তির শর্তানুযায়ী, সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায়র মেমিন বিমানঘাঁটিতে রাশিয়া অনির্দিষ্টকালের জন্য এর বিমান বাহিনীর সৈন্যদের একটি দল মোতায়েন রাখতে পারবে। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল রুশ বিমান অভিযান শুরু হওয়ার একমাস আগে ২০১৫’র ২৬ আগস্ট দামেস্কে। সিরিয়ার টার্টাস বন্দরেও রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এ ধরনের এটাই একমাত্র ঘাঁটি। এ ঘাঁটির বিষয়টি চুক্তিতে সংশ্লিষ্ট নয়। রুশ সামরিক বাহিনী বৃহস্পতিবার সিরীয় বাহিনীর ওপর হামলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা গুরুত্বারোপ করে বলেছে যে, সিরিয়ায় তাদের প্রতিরক্ষা অস্ত্রগুলো যে কোন হামলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগোর কোনশেংকোভ বলেছেন, আসাদ সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যে কোন মার্কিন হামলায় রুশ সেনা সদস্যদের জীবন বিপদগ্রস্ত হয়ে উঠতে পারে।
×