ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজিকরদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত: ০৫:৫২, ৯ অক্টোবর ২০১৬

বাজিকরদের জন্য দুঃসংবাদ

ফুটবলসহ অন্যান্য খেলা চলাকালে ব্রিটেনে বাজিকররা প্রকাশ্যে জুয়া প্রতিযোগিতায় নেমে থাকে। অনেকদিন ধরেই দেশটিতে এই রীতি চলে এসেছে। এ সময় বাজিকরদের উৎসাহিত করতে টেলিভিশনে বিজ্ঞাপনও প্রচারিত হয়ে থাকে। তেরেসা মে প্রধানমন্ত্রী হওয়ার পর এখন এ ব্যাপারে রাশ টেনে ধরার উদ্যোগ নিয়েছেন। ফুটবল বা অন্যকোন ম্যাচ চলাকালে দিনের বেলা টিভিতে বাজির বিজ্ঞাপন নিষিদ্ধ করা হতে পারে বলে ডাউনিং স্ট্রিট সূূত্রে জানা গেছে। তেরেসা মে মনে করেন, বাজির ব্যাপক প্রসার তরুণ সমাজ বিশেষ করে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের লেখাপড়ায় অমনোযোগী করে তুলছে। তারা সারাদিন কেবল এর ধান্ধায় থাকে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির উচ্চ পর্যায় থেকে জানান হয়েছে, ‘বাজি শিল্প এখন ভাগ্য বিড়ম্বনার মুখে’। পার্টির একজন প্রভাবশালী নেতা ও সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এর আগে বলেছিলেন জুয়াড়িদের জন্য সরকার প্রতিবছর বিশাল অঙ্কের কর থেকে বঞ্চিত হচ্ছে। তেরেসা মে এখন জুয়ার বিজ্ঞাপন বন্ধ করলেও তার সরকারের গণমাধ্যম, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী কারেন ব্র্যাডলি সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি বলছেন, প্রচলিত আইনে রাত ৯টার মধ্যে টিভিতে বুকিদের এ ধরনের বিজ্ঞাপন দেয়ার অধিকার রয়েছে। তিনি মনে করেন, বাজি শিল্প এখন ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত। অন্যদিকে কেয়ারের মতো সমাজ সেবামূলক প্রতিষ্ঠানগুলো সরকারের এ উদ্যেগে সন্তোষ প্রকাশ করেছে। সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, বুকিং এখন তরুণদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টি সরকারের পর্যালোচনা করে দেখা প্রয়োজন ছিল। -ডেইলি মিরর
×