ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৬ বছর পর

প্রকাশিত: ০৫:৫২, ৯ অক্টোবর ২০১৬

৩৬ বছর পর

৩৬ বছর পর জাপানের আসো আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে হালকা কিছু লাভা বের হলেও শনিবার থেকে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৯৮০ সালের পর ওই মৃতপ্রায় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১ হাজার ৫৬২ মিটার উঁচু আসো আগ্নেয়গিরির অবস্থান জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়োশু দ্বীপে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া অধিদফতর এ ব্যাপারে সতর্কতা জারি করেছে। স্থানীয় সতর্কতা সঙ্কেত ২ থেকে ৩-এ উন্নীত করা হয়েছে। কাগুশিমা প্রদেশের এই পর্বতের পাদদেশে থাকা কুমামতো শহরে মে মাসে কয়েক দফা ভূমিকম্পে জনা পঞ্চাশেক লোক মারা যায়। আসো পর্বত থেকে পুরো ১১ হাজার মিটার এলাকাজুড়ে বাতাসে ছাই ও পাথরের খ- ছড়িয়ে যেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলতে বলা হয়েছে। ১৯৮০ সালে সর্বশেষ হওয়া অগ্ন্যুৎপাতে তিন বিদেশী পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেলেও এবার স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। জাপানে ১শ’য়ের বেশি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে।-আইএএনএস
×