ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫০ ফুট উঁচু প্রতিমা, মণ্ডপে ভিড়

প্রকাশিত: ০৫:৫১, ৯ অক্টোবর ২০১৬

৫০ ফুট উঁচু প্রতিমা, মণ্ডপে ভিড়

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৮ অক্টোবর ॥ এবারের দুর্গোৎসবে খোলা আকাশের নিচে ৫০ ফুট উঁচু প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেছে মৌলভীবাজারে। ভিন্নমাত্রার নান্দনিক এই আয়োজন মুগ্ধ করেছে দর্শনার্থীদের। দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে । এই বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও জেলার ৮১৫টি পূজাম-পে চলছে দুর্গাপূজা। এদিকে মৌলভীবাজারের ত্রিনয়নী শিববাড়ি পূজাম-প আকর্ষণ করেছে দর্শনার্থীদের। কারণ মৌলভীবাজারে প্রথমবারের মতো ৫০ ফুট উঁচু প্রতিমা দিয়ে দুর্গোৎসব পালন করা হচ্ছে। পূজার প্রথম দিনে সকাল থেকে ৫০ ফুট উঁচু দুর্গা প্রতিমা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। এই প্রতিমা খড়-মাটি দিয়ে নয়। তৈরি হয়েছে সিমেন্ট-বালু দিয়ে। তাই রাখা হয়েছে খোলা আকাশের নিচে । এছাড়া গ্রামবাংলার ঐতিহ্যগুলো বিভিন্ন কারুকাজের মধ্যদিয়ে তুলে ধরা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে এমনটাই প্রত্যাশা পূজারীদের।
×