ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তোপ দাগলেন ইভা লঙ্গারিয়া

প্রকাশিত: ০৫:৩৭, ৯ অক্টোবর ২০১৬

তোপ দাগলেন ইভা লঙ্গারিয়া

মেক্সিকানরা ‘মাল’ বা ‘জিনিস নয়’। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স তাদের নিয়ে উপহাসমূলক মন্তব্য করার পর ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী ইভা লঙ্গারিয়া। ট্রাম্প এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন আর তার ভাইস প্রেসিডেন্ট হতে চান পেন্স। কথায় বলে, যেমন গুরু তেমন শিষ্য। প্রচারাভিযানের শুরু থেকেই অভিবাসীবিরোধী বক্তব্য দিয়ে সবার মনোযোগের কেন্দ্রে ছিলেন ট্রাম্প। তার রানিং মেটইবা এ ব্যাপারে কম যাবেন কেন? ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর পেন্স মঙ্গলবার তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী টিম কাইনির সঙ্গে বিতর্ককালে মেক্সিকান অভিবাসীদের ‘মাল’ বা ‘জিনিস’ বলে অভিহিত করেন। জবাবে অভিনেত্রী ইভা একটি ভিডিওর মাধ্যমে বলেছেন, ‘গবর্নর পেন্স-আমরা মাল নই। আমরা আমেরিকান হিসেবে গর্বিত।’ ডেসপারেট হাউসওয়াইভসখ্যাত হিস্প্যানিক আমেরিকান ইভা আরও বলেন, ‘আমরা যারা বাবা-মা তারা নিজেদের সন্তানদের একটু ভাল রাখার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা যারা ছেলেমেয়ে তারা নিজেদের স্বপ্নের আমেরিকা গড়ার জন্য অধ্যয়নে ব্যস্ত রয়েছি।’ অভিনেত্রী ছাড়াও টেক্সাসে জন্মগ্রহণকারী ইভার পরিচালক ও প্রযোজক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন জোর সমর্থক। তিনি ঐকান্তিকভাবে কামনা করেন, প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়ে হিলারি যেন হোয়াইট হাউসে প্রবেশ করেন। তার ভিডিওটি শুক্রবার ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি প্রকাশ করেছে। - এএফপি।
×