ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৬, ৯ অক্টোবর ২০১৬

বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের প্রতি আস্থা হারিয়ে এবং ভারতের ওপর হতাশ হয়ে বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে জেতেন, তাদের ক্ষমতায় বসিয়ে দেবেন- এমন আশায় রয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তির উৎস এ দেশের জনগণ। শনিবার দুপুরে ধানম-ির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে তিনি আরও বলেন, আওয়ামী লীগের এবারের সম্মেলনে দলের ভবিষ্যত নেতা হিসেবে বঙ্গবন্ধুর নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তুলে ধরা হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এখন প্রকাশ্য কোন শত্রু নেই। তবে গোপন শত্রু রয়েছে। তারা যেন দলটির সম্মেলনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ। তারা আজ হতাশ। তাই তারা ক্ষমতায় যাওয়ার জন্য বারবার বিদেশী শক্তির ওপর নির্ভর করছে। আর এজন্য তাদের গোপন তৎপরতা বন্ধ হয়ে গেছেÑ এটা মনে করার কারণ নেই। কারণ এ ধরনের বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সমাবেশ সেটা ভালভাবে হবে, এটা কি আমাদের শত্রুরা চাইবে? চাইবে না। এই গোপন শত্রু সাম্প্রদায়িক উগ্রবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। ১২ অক্টোবরের মধ্যে দলের ব্যানার ও বিলবোর্ড ছাড়া বাকিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, সম্মেলনসংক্রান্ত তোরণ, দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড ও ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। বঙ্গবন্ধুর পরিবার নিয়ে তিনি বলেন, ‘এই পরিবারের প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত। কাজেই তারা আমাদের আদর্শ হতে পারেন।’ তিনি বলেন, ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্তিগত সৌজন্যমূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পরিহার করে, সবকিছু দলের কাছে নিয়ে আসতে হবে। আমাদের দলের ভবিষ্যত নেতা সজীব ওয়াজেদ জয়কে ফোকাস করতে হবে। ওবায়দুল কাদের বলেন, সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত অনেককে নেত্রী ক্ষমা করেছেন। কিন্তু এটাকে স্থায়ী ক্ষমা মনে করার কারণ নেই। ক্ষমা করেছেন যেন আপনি ওই শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি না ঘটান। আর এ মুহূর্তে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। দল করলে নিয়ম মানতে হবে। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক নেতা বাহাদুর বেপারি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। বৈঠকে ঢাকা শহর সাজসজ্জায় নেতাদের দায়িত্ব বণ্টন করে দেন সদস্য সচিব মির্জা আজম।
×