ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চারদিন পর চোখ মেলে তাকিয়েছে খাদিজা

প্রকাশিত: ০৫:৩৬, ৯ অক্টোবর ২০১৬

চারদিন পর চোখ মেলে তাকিয়েছে খাদিজা

সালাম মশরুর, সিলেট অফিস ॥ ৯৬ ঘণ্টা পর খাদিজা চোখ খুলেছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বখাটে বদরুলের চাপাতির কোপে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস প্রায় ৪ দিন পর চোখ মেলে তাকিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান খাদিজার চিকিৎসক ডাঃ এ এম রেজাউস সাত্তার। স্কয়ার হাসপাতালের এ্যাসোসিয়েট কনসালটেন্ট রেজাউস সাত্তার বলেন, ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডান হাত-পা নড়াচড়া করেছেন। ডান চোখও খুলতে পেরেছেন। বিশেষজ্ঞ এ চিকিৎসকের আশা, বয়স কম হওয়ায় খাদিজার মস্তিষ্কের আঘাত ধীরে ধীরে সেরে যেতে পারে। খাদিজার ওপর হামলাকারী বখাটে বদরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংস হামলার ঘটনা সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও দৃঢ়তার সঙ্গে এর বিচারকাজ সম্পন্ন হবে বলে আমাদের বিশ্বাস। ড. মোমেন খাদিজার নিজ বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউশা গ্রামে যান। সেখানে বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি খাদিজার বাড়িতে গিয়ে তার পিতা মাসুক মিয়া ও মাতা মনোয়ারা বেগমসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তাদের সান্ত¡না দেয়ার পাশাপাশি তিনি সহমর্মিতাও প্রকাশ করেন। সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু রাজনের চেয়েও দ্রুততম সময়ে খাদিজার ওপর হামলাকারীর বিচার হবে বলে জানিয়েছেন সিলেটের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। শনিবার বিকেলে খাদিজার বাড়িতে গিয়ে তার বাবা মাসুক মিয়া এবং মা মনোয়ারা বেগমের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, এ ঘটনার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীও খুবই আন্তরিক। এ ঘটনার সঙ্গে যেই জড়িত হোক না কেন-তার দ্রুত বিচার করা হবে। এ সময় ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোকবর্তিকা সিলেটের মানববন্ধন ॥ খাদিজার ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকবর্তিকা সিলেটের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম জুবেলের সভাপতিত্বে ও আশরাফুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবর্তিকা সিলেটের উপদেষ্টা মাহমুদুল করিম নেওয়াজ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন নাজিম, রুবেল আহমদ, আব্দুন নুর। এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ, সুহান, শামসুল জাকির, আসিফ আহমদ আরিফ, বুরহান উদ্দিন রাসেল, জুনাঈদ সিদ্দিকী প্রমুখ। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট ॥ বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলা। শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা। সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সিলেটের সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমানের পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার ওপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনও কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কোনভাবেই যেন আইনের ফাঁকগলে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন নারী। নারীর প্রতি তার বেশি দরদ রয়েছে। বিশেষ করে তিনি জনগণকে ভালবাসেন বলেই আমরা তার কাছে দাবি করছি এই নির্যাতনের বিরুদ্ধে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন। সুনামগঞ্জ সমিতি সিলেট ॥ খাদিজার ওপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সুনামগঞ্জ সমিতি সিলেট। একই সঙ্গে খাদিজার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে সংগঠনটি। কার্যকরী সমিতির এক সভা হতে এ দাবি জানানো হয়। হুমকিদাতা যুবক আটক ॥ সিলেট এমসি কলেজে ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে আহতের ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনরত এক ছাত্রীকে হুমকি প্রদানের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে জসিম উদ্দিন (১৪) নামের এই কিশোরকে আটক করে পুলিশ। সিলেট কোতোয়ালি পুলিশসূত্র জানিয়েছে, খাদিজার বান্ধবী ও মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানাকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে জসিমকে জালালাবাদ থানার শিবের বাজার থেকে আটক করা হয়। খাদিজার ওপর হামলাকারীর বিচার দাবিতে চলমান আন্দোলনে সুলতানা সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। মুসলিম ঐক্য পরিষদ ॥ সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর বর্বোরোচিত নিষ্ঠুর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা জোরদার করার দাবিতে শনিবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর বিএনপি ॥ শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে খাদিজার ওপর পাশবিক ও নৃশংস নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মৌলভীবাজারে মানববন্ধণ ॥ নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার থেকে জানান, খাদিজা আক্তারের ওপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সরকারী কলেজ ছাত্র। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মাননবন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্র রুবেল আহমদের সভাপতিত্বে ও এমএ চৌধুরী শাহানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা হাফেজ আহমেদ মাহফুজ সৈয়দ নেপুর আলী, মোঃ ফজলুর রহমান, মাযহারুল ইসলাম মহসিন, তপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যারা মানুষ ও মানবতার ওপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনও কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। দ্রুত বিচার আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন বক্তারা।
×