ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ সিরিজ হার না সমতা?

প্রকাশিত: ০৫:৩৫, ৯ অক্টোবর ২০১৬

আজ সিরিজ হার না সমতা?

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছর ১০ মাস পর আবার সিরিজ হারের আশঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ। ২০১৪ সালের নবেম্বর থেকে টানা ছয় সিরিজে জয় মিলেছে। যখন টানা সপ্তম সিরিজ জয়ের স্বপ্ন দেখা হচ্ছে, তখনই ধাক্কা লাগছে। সিরিজ হারের আশঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হারের পর আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ খোয়াবে মাশরাফিবাহিনী। এক ম্যাচ হাতে রেখেই সিরিজে হেরে যাবে। আর জিতলে সিরিজে আসবে সমতা। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে। সিরিজ হার হবে আজ, না সমতা আসবে? সেই প্রশ্নই এখন চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। প্রায় দুই বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। ২০১৪ সালের নবেম্বরে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে জেতার পর থেকেই অন্যরকম বাংলাদেশ দলকেই দেখা মিলেছে। এরপর ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। যে ইংল্যান্ডের বিপক্ষে এখন সিরিজ খেলছে, সেই ইংল্যান্ডকেই গ্রুপপর্ব থেকে বিদায় করে দিয়ে নকআউট পর্বে খেলে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে পাওয়া আত্মবিশ্বাস পরে সিরিজগুলোতেও কাজে লাগায়। টানা সিরিজ জিততেই থাকে। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে সিরিজে হারায়। গতবছর নবেম্বরে আবার জিম্বাবুইয়েকে সিরিজে হারায়। টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এরপর এ বছর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দল আর কোন ওয়ানডে খেলেনি। যখন খেলতে নেমেছে, তখন প্রতিপক্ষ হিসেবে ধরা দেয় আফগানিস্তান। দলটি বাংলাদেশের চেয়ে দুর্বল বলে শুরু থেকেই সিরিজ জয়ের আশা থাকে। শেষ পর্যন্ত অনেক ‘ঝড়-ঝাপটা’ থেকে বেঁচে সিরিজও জিতে নেয় বাংলাদেশ। টানা ষষ্ঠ সিরিজ জয় হয়। এবার টানা সপ্তম সিরিজ জয়ের আশায় বুঁদ হয়ে থাকে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সামনে আসে ইংল্যান্ড। সবারই জানা, ক্রিকেটাররা যতই অনভিজ্ঞ হোক, শক্ত ভিতের ওপর দাঁড়ানো কাউন্টি ক্রিকেট খেলে অনেক অভিজ্ঞ ইংলিশরা। যে কোন দলের জন্য যে কোন ক্রিকেটারই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই ঘটল প্রথম ওয়ানডেতে। ২১ রানে ম্যাচ হেরে গেল বাংলাদেশ। এবার সিরিজ হারের সামনেও পড়ে গেছে। আজ হারলেই সিরিজ হার হয়ে যাবে। কেউ চায় না বাংলাদেশ সিরিজ হারুক। কিন্তু প্রথম ওয়ানডেতে ৩০৯ রান পেরিয়ে যাওয়ার আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। ফিল্ডিং মিসের মহড়া হয়েছে। ব্যাটিংয়ে দুর্দান্ত করার পরও শেষ মুহূর্তে টপাটপ উইকেট পড়ায় ম্যাচ জেতা যায়নি। তাতে করে বাংলাদেশ ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ঘাটতিই হচ্ছে। আরেকদিকে হারতে হারতে জেতা ম্যাচটি থেকে আত্মবিশ্বাস তুলে নিয়েছে ইংল্যান্ড। যে আত্মবিশ্বাসকে পুঁজি করেই আরও বিধ্বংসী রূপে ধরা দিতে পারে ইংলিশরা। বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত সিরিজে সমতা আনতে? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সিরিজে সমতা আনার ব্যাপারে বিশেষ কোন বার্তা দেননি। তবে এখনও যে ফেরার সম্ভাবনা আছে, সেই ইঙ্গিত দিয়েছেন। প্রথম ম্যাচ হারের পর বলেছেন, ‘আমাদের আরও দুটি ম্যাচ বাকি। আমাদের সব সুযোগই আছে। আমরা অনেক বাজে অবস্থায় হেরেছি (প্রথম ওয়ানডেতে) বলে খারাপ লাগাটা বেশি থাকবে। এটাই স্বাভাবিক। সামনের দুটি ম্যাচ ভাল ক্রিকেট খেলার মাধ্যমে আমরা জিততে পারি। ইতিবাচক চিন্তা করা ছাড়া উপায় নেই।’ ইতিবাচক চিন্তা থেকে এখন জয় ধরা দিলেই হয়। না হলে যে সিরিজ বাঁচান যাবে না। সিরিজ জয় দেখতে দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা সিরিজ হারে হতাশ হয়ে পড়বেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অবশ্য আজই সিরিজ জিতে বাংলাদেশকে হতাশাতেই রাখতে চান। প্রথম ওয়ানডের পরই বলেছেন, ‘আমরা জয়কে অভ্যাসে পরিণত করছি।’ আর ইমরুল ও সাকিবের জুটির প্রশংসা করার সঙ্গে বলেন, ‘আমরা যদি তাদের আগেই আউট করতে পারতাম তাহলে ম্যাচ জিততে কতটা ক্ষুধার্ত সেটা টের পাওয়াতে পারতাম।’ বাটলারের কথাতেই বোঝা যাচ্ছে, আজকের ম্যাচ জিততেও ক্ষুধার্ত তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, ‘ইংল্যান্ডের সঙ্গে জেতাটা কঠিন কিছু নয়।’ কিভাবে? পাপন জানালেন, ‘ওরা আমাদের এমন কোন খেলা দেয়নি যে আমরা ওদের সাথে পারছি না। আমাদের সামর্থ্যরে দুই-একজন খেলোয়াড় ছাড়া কেউ খেলতেই পারেনি। যদি ৫০ শতাংশও দিতে পারতো অবশ্যই আমরা জিততাম। আমার মনে হয় সামনে আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে এই ইংল্যান্ড দলের সাথে জেতাটা কঠিন কোন কিছু নয়।’ সেই জয়ের আশাতেই এখন পুরোদেশ, দেশের মানুষ, সর্বোপরি ক্রিকেটপ্রেমীরা। হারলেই যে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। আর জিতলে যে সিরিজে টিকে থাকা যাবে। এখন দেখা যাক, আজই সিরিজ হার হয়, না বাংলাদেশ জিতে সিরিজে সমতা আনে।
×