ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার আমিনের এ্যালবাম ‘চিকিৎসা’

প্রকাশিত: ০৪:০৬, ৯ অক্টোবর ২০১৬

সরকার আমিনের এ্যালবাম ‘চিকিৎসা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি প্রকাশ হলো কবি সরকার আমিনের গানলামি ‘চিকিৎসা’ শিরোনামের একক গানের এ্যালবাম। এ্যালবামের সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সরকার আমিন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এসআর সজীব। রাজধানীর এক রেস্তরাঁয় আয়োজিত প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মনজুরে মওলা, কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক আকরম হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি অসীম সাহা, অধ্যাপক বেগম আকতার কামাল, কবি মাহবুবুল হক শাকিল, সাংবাদিক শাহনাজ মুন্নী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি কামাল চৌধুরী, স্থপতি ও লেখক শাকুর মজিদ, চিত্রশিল্পী সমর মজুমদার, নাট্যজন খায়রুল আলম সবুজ, ড. অনু হোসেন, কবি শোওয়াইব জিবরান, কবি ওবায়েদ আকাশ প্রমুখ। এ্যালবাম প্রসঙ্গে কবি নির্মলেন্দু গুণ বলেন, গান নিয়ে পাগলামি করার অধিকার আমাদের সকলেরই থাকে। সরকার আমিন গান কেমন করেছে জানি না, তবে ওর স্ত্রী শাহনাজ মুন্নীর উস্কানিতে ও আরও গান করুক সেটা চাই। গানলামি নিয়ে ও আরও এগিয়ে যাক। এ্যালবামটি সিডি আকারে প্রকাশ করেছে লেজার ভিশন। সিডির গানগুলো ফেসবুকে ‘গানলামি’ পেইজে ও ইউটিউবে ‘গানলামি’ চ্যানেলে শোনা যাচ্ছে। তার গানলামি সিডিতে ১০টি ভিন্নধর্মী গান রয়েছে। ইতোমধ্যে গানগুলো ফেসবুক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
×