ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকবির গান নিয়ে অস্ট্রেলিয়ায় কুমার বিশ্বজিৎ

প্রকাশিত: ০৪:০৫, ৯ অক্টোবর ২০১৬

বিশ্বকবির গান নিয়ে অস্ট্রেলিয়ায় কুমার বিশ্বজিৎ

স্টাফ রিপোর্টার ॥ দেশের নন্দিত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে বিশ্বকবির ‘ওগো বিদেশিনী’ অডিও গানটি গত ২২ শ্রাবণ প্রকাশ পেয়েছিল। সিএমভির ব্যানারে প্রকাশিত সেই গানটির এবার ব্যয়বহুল ভিডিও নির্মাণ হলো। পুরো ভিডিওটি নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও সিডনিতে। আশিকুর রহমানের নির্দেশনায় গানটিতে কুমার বিশ্বজিৎ ছাড়াও গিটার হাতে অংশ নিয়েছেন সঙ্গীতশিল্পী ইফতি। আর ভিডিওর দৃশ্যে উঠে এসেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভিডিওটি গত শুক্রবার সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর দর্শক শ্রোতাদের কাছে থেকে প্রশংসাও পাচ্ছেন শিল্পীরা। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, বিশ্বকবি বাঙালীর আত্মার আত্মীয়। তাকে সম্মান দেখানোর জন্যই গানটি গাইলাম। আর ভিডিওটি কয়েক দিন আগে অস্ট্রেলিয়া থেকে অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। উদ্দেশ্য একটাইÑ আমার শ্রোতা-দর্শকদের পূজার উপহার দেয়া। সবাইকে পূজার শুভেচ্ছা। ‘ওগো বিদেশিনী’ গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ এ্যান্ড ফ্রেন্ডস, যার অডিও গানটি জিপি মিউজিক এ্যাপসে এক্সক্লুসিভ বিভাগে রয়েছে। কুমার বিশ্বজিৎ জানান, প্রায় আট বছর আগে রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায়’ শিরোনামের গানটি গেয়েছিলেন তিনি।
×