ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পী শুভ্রার চিকিৎসায় অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ৯ অক্টোবর ২০১৬

শিল্পী শুভ্রার চিকিৎসায় অনুদান দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ চলচ্চিত্র অভিনেত্রী চিত্রা আলম শুভ্রার চিকিৎসার জন্য দশ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসাইন অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের আহ্বায়ক, টিভি নাট্যনির্মাতা জি এম সৈকত। এ প্রসঙ্গে চিত্রা আলম শুভ্রা বলেন চিকিৎসার খরচের জন্য আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ সময় প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ পেয়ে আমি আশার আলো দেখতে পাচ্ছি। এ জন্য আমি বঙ্গবন্ধু কন্যার কাছে চির কৃতজ্ঞ। আমার দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য জিএম সৈকত ভাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এ প্রসঙ্গে নাট্যনির্মাতা জিএম সৈকত বলেনÑ দুস্থ ও অসহায় শিল্পীদের কল্যাণে প্রধানমন্ত্রী সাহায্য অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় অসুস্থ শিল্পী চিত্রা আলম শুভ্রাকে অনুদান প্রদান করায় সমগ্র শিল্পী সমাজ এবং শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রসঙ্গত, আশির দশকের চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রা স্বাধীনতার পর বাবুল চৌধুরী পরিচালিত ‘যাহা বলিব সত্য বলিব’ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। ‘কি যে করি’, ‘এক মুঠো ভাত’, ‘বাজিমাত’, ‘আপনজন’, ‘আদরের সন্তান’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভালবাসা দিবি কিনা বল’। দীর্ঘদিন থেকেই হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন এই অভিনেত্রী। বেশ কিছুদিন রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। খরচ চালাতে না পারায়, এক পর্যায়ে বাধ্য হয়েই চিকিৎসা বন্ধ রেখে তাকে হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসে তার পরিবার। শুভ্রার একমাত্র ছেলে বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। স্বামী বেকার। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে শুভ্রার জীবন চলছিল বলে জানা গেছে।
×