ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কটল্যান্ডের মঞ্চে বাংলা নাটক

প্রকাশিত: ০৪:০৪, ৯ অক্টোবর ২০১৬

স্কটল্যান্ডের মঞ্চে বাংলা নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড প্রতিষ্ঠার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন ভাষা, দেশ ও জাতির অংশগ্রহণে ১০টি নাট্য প্রযোজনা নিয়ে আয়োজন করেছে ‘হোম এ্যাওয়ে’ থিয়েটার বিয়ন্ড বর্ডার্স উৎসব। এতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসবাসরত বাংলাদেশীদের মাতৃভাষায় নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘হোম এ্যাওয়ে’ নাট্যোৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বিখ্যাত ট্রামওয়ে নাট্যমঞ্চে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব গ্লাসগো প্রযোজিত ‘স্মৃতি’ বা মেমোরআই নাটকটি মঞ্চস্থ হয়। মহান মুক্তিযুদ্ধকালীন ৩টি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন আতিকুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন ড. তারেক আব্দুল্লাহ। নাটকের সহ নির্দেশনায় ছিলেন সামিয়া হক খান, ফরিদা ইয়াসমিন ও অনিন্দিতা হক। নির্দেশনা তত্ত্ববধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। এই নাটক মঞ্চায়নে সহযোগিতা করে থিয়েট্রিক্স বাংলাদেশ। এর আগে গত ১ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্লাসগো সায়েন্স সেন্টারে নাটকটির সংকলিত অংশসমূহ মঞ্চস্থ হয় বলে জানা গেছে।
×