ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কণ্ঠশীলনের সৈয়দ শামসুল হক স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৪:০৪, ৯ অক্টোবর ২০১৬

কণ্ঠশীলনের সৈয়দ শামসুল হক স্মরণানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক ছিলেন বিশ্ব বাঙালী। তিনি একজন পরিপাটি মানুষ, লেখক হয়ে বিশ্ব দরবারে বাঙালীকে উপস্থাপন করেছেন। কণ্ঠশীলন আয়োজিত সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি মোহাম্মদ নুরুল হুদা এ মন্তব্য করেন। কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে রাজধানীর এলিফ্যান্ট রোডে সংগঠনটির কার্যালয়ে শুক্রবার দুপুরে স্মরণসভা হয়। নরোত্তম হালদারের উপস্থাপনায় বক্তব্য রাখেনÑ কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত, আবৃত্তি পরিবেশন করেন কণ্ঠশীলন সহসভাপতি মোস্তফা কামাল ও লিটন বারুরী। আরও উপস্থিত ছিলেনÑ কণ্ঠশীলন সহসভাপতি আহমাদুল হক হাসনু, সম্পাদক রইস উল ইসলাম, প্রবীণ সদস্য তহমিদ উদ্দিনসহ কণ্ঠশীলনের সদস্যবৃন্দ। কবি নুরুল হুদা বলেন, সৈয়দ শামসুল হকের কাজ ছিল রূপান্তর। তিনি সাহিত্যে রূপান্তর এনেছেন। সৈয়দ হক দেখিয়েছেন কিভাবে মানুষকে জন্তুতে পরিণত করা হচ্ছে। তার নাটক সম্পর্কে তিনি বলেন, শামসুল হক যদি ইংরেজী বা ফরাসী ভাষায় নাটক লিখতেন তাহলে তিনি চিনওয়া আচুবির চেয়ে ছোট নয় বরং বড় হতেন। তিনি সিনেমা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন কিন্তু কবিতা, নাটক, গল্প, গান, অনুবাদসহ বাংলা সাহিত্যের প্রতিটি স্তরে তার অবদান রয়েছে। মীর বরকত বলেন, শিল্পের কাজ হচ্ছে মানুষে মানুষে সংযোগ ঘটানো। সৈয়দ শামসুল হক তার সৃষ্টির মাধ্যমে সেটিই করেছেন। সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার বলেন, বড় মানুষকে স্মরণ করার অর্থ হচ্ছে নিজেকে স্মরণ করা।
×