ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই সময়ে দীপু হাজরা

প্রকাশিত: ০৪:০৪, ৯ অক্টোবর ২০১৬

এই সময়ে দীপু হাজরা

স্টাফ রিপোর্টার ॥ দেশের নন্দিত পরিচালক দীপু হাজরা। বিশেষ দিবসভিত্তিক নাটক ও অনুষ্ঠান নির্মাতা হিসেবে সুখ্যাতি রয়েছে তার। বিশেষ করে টিভি মিডিয়াতে ব্যতিক্রমী গল্প ও ভাবনার অনুষ্ঠান নির্মাণ করে বরাবরই প্রশংসিত হয়েছেন। তবে দীপু হাজরার কাজের শুরুটা মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে। সেটাও ১৯৯৫ সালের গোড়ার দিকের কথা। এরপর টানা প্রায় ১০ বছর মঞ্চ এবং একই সঙ্গে বিটিভি ও বেতারে অভিনয় করেন। এক সময় অভিনয় ছেড়ে যুক্ত হন পরিচালনায়। অভিজ্ঞতা নিতে প্রথমেই ফজলুর রহমানের ‘স্বপ্নচূড়া’, সতীর্থ রহমানের ‘প্যাসেজ টু রামু’, তারেক মাসুদের ‘নর সুন্দর’ চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২০০৯ সালে যুক্ত হন একুশে টেলিভিশনে। এখানেই দীপু হাজরার প্রথম পরিচালিত ‘ইলু ইলু’ নাটক প্রচারে তিনি পরিচিতি পান। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর তার নির্মিত প্রতিটি নাটকই দর্শক সমাদৃত হয়। দীপু হাজরা পরিচালিত খ- নাটকগুলোর মধ্যে রয়েছে ‘জিন্না কসাই’, ‘শাপলা স্টুডিও’, ‘কাক’ ‘ভোঁদাই’, ‘কুত্তাচোর’, ‘গান মজিদ’, ‘উত্তরীয়’, ‘লাভ রশিদ’, ‘সেতুবন্ধন’, ‘ছবির দেশে কবিতার দেশে’ প্রভৃতি। এছাড়া কিছু দিন অগে ‘থ্রি কমরেডস’ নামে ১০৭ পর্বে একটি ধারাবাহিক নাটক একুশে টেলিভিশনে প্রচার শেষ হয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দীপু হাজরা বিশেষ দিবসকে ঘিরে নাটক নির্মাণ করে থাকেন। এছাড়া নাটকের বাইরে তিনি নির্মাণ করেছেন ‘জীবন বৃত্তে’ নামে পেশাজীবী মানুষের জীবন-কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রশংসিত হোন। ২০১৩ সালে অবহেলিত মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মাণ করেন ‘হায়! বাংলাদেশ’। ব্যতিক্রমী ভাবনার এ মানুষটি গত ঈদে মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্রের গান এবং এর পেছনের অভিজ্ঞতা নিয়ে ‘আমার ছবি আমার গান’ নামে অনুষ্ঠান নির্মাণ করেন। দীপু হাজরার নাটকের সংখ্যা কম হলেও বহু মাত্রিকতার ভাবনায় খুব অল্প সময়ে তিনি দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন। চাড়ুনিড়ম নাট্য উৎসবে পরপর ২ বছর দীপু হাজরার ‘জিন্না কসাই’ ও ‘ছবির দেশে কবিতার দেশে’ নাটক দুটি প্রর্দশিত হয়। পরিচালক হিসেবে স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে সি জে এফ বি বেস্ট ডিরেক্টর ক্রিটিকের পুরষ্কার পান দীপু হাজরা। গল্প ও শিল্পী নির্বাচন এবং পরিচালনার ক্ষেত্রে মুন্সীয়ানার জন্য দীপু হাজরার প্রায় প্রতিটি নাটকই আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে নাটক নির্মাণে কিছুটা অনিয়মিত দীপু হাজরা ভাল কাজের প্রতীক্ষায় রয়েছেন। প্রতিনিয়ত সেই স্বপ্নই লালন করেন। সময় সুযোগ পেলে তিনি বিশেষ দিবস ছাড়াও নিয়মিতভাবে নাটক ও টেলিফিল্ম নির্মাণ করতে চান। দীপু হাজরা আরও ভাল ভাল কাজের মাধ্যমে দেশীয় সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করবেনÑ সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×