ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৩, ৯ অক্টোবর ২০১৬

টুকরো খবর

১০ টাকা কেজি দরের চাল ॥ খাদ্য নিরাপত্তা নিশ্চিত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৮ অক্টোবর ॥ লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের আট জেলায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রেখেছে। দশ টাকা কেজি দরে চাল বিতরণের মাধ্যমে বর্তমান সরকার তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। ১০ টাকা দরে চালের কার্ড বিতরণ নিয়ে কোথাও কোথাও অনিয়মের অভিযোগ উঠেছে। বেশিরভাগ অভিযোগ অর্থের বিনিময়ে কার্ড দেয়া, সচ্ছল পরিবারকে কার্ড দেয়া। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে গেছে। তিনি সংসদে প্রশ্ন উত্তর পর্বে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনিয়ম, ভুলত্রুটি সংশোধন করুন। কোথাও অনিয়মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। লালমনিরহাট জেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা জানান, খাদ্য বিভাগের ট্যাক কর্মকর্তা, ইউএনওর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্যদের নিয়ে ১০ টাকার চাল বিতরণের কার্ডের তালিকা করা হয়েছে। খাদ্য বিভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। কলাপাড়ায় আহত সনিয়া এখন শেবাচিমে নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ অক্টোবর ॥ দেখা করতে এসে প্রেমিক ওবায়দুলের নির্যাতনের শিকার কলাপাড়া হাসপাতালে ক্ষতবিক্ষত মুখম-ল, হাত-পা নিয়ে শঙ্কাজনক অবস্থায় ভর্তি কিশোরী সনিয়াকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সনিয়ার মা তাকে কলাপাড়া হাসপাতাল থেকে নিয়ে গেছেন। সনিয়াকে নির্যাতনের খবর দৈনিক জনকণ্ঠে প্রকাশ হওয়ায় মহিলা অধিদফতর কলাপাড়ার কর্মকর্তা তাছলিমা বেগম শনিবার হাসপাতালে খোঁজখবর নেয়। কিন্তু বরিশাল পাঠানোয় তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এদিকে মহিপুর থানা পুলিশ এখন পর্যন্ত ওবায়দুলকে শনাক্ত করতে পারেনি। গ্রেফতার তো দূরের কথা। এ ঘটনায় কোন মামলাও দেয়নি সনিয়ার পরিবার। পুলিশ কোন মামলা করেনি। রিক্সা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে রিক্সা ও অটোরিক্সার চলাচল নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দাবি জানিয়েছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১টায় মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন। আরএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন। এজন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। সভার শুরুতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষে সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। এছাড়া পরিষদের বিভিন্ন সময় কার্যক্রম ও আন্দোলন সংগ্রামের ডকুমেন্টও পুলিশ কমিশনারকে প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন, উপকমিশনার (সদর) তানবীর হায়দার চৌধুরী, আবু আহমেদ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ছাড়াও আরএমপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিষদের পক্ষ থেকে রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, উপদেষ্টা শাহাদৎ হোসেন মুন্না, মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, শাহজাহান আলী বরজাহান, রাজশাহী বারের সভাপতি এ্যাডভোকেট নাজমুস সাদত প্রমুখ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ৫ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৮ অক্টোবর ॥ হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের বদন চৌধুরী বাড়িতে শুক্রবার গভীর রাতে অগ্নিকা-ে ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে মাওলানা এখলাস উদ্দিন, শওকত আলী, আব্দুল আলী, ফজল করিম ও শফিউল আলমের বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আত্রাইয়ে অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, শুক্রবার রাতে আত্রাইয়ে একটি বসতবাড়িতে অগ্নিকা-ে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেওলা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের হায়দুর রহমানের বাড়িতে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তার টিনশেড তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বোমাসহ ২ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৮ অক্টোবর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৬টি বোমাসহ বাবলু ও ইছাকতুল্লাহ নামে ২ সন্ত্রাসী আটক হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা চৌরাস্তা এলাকা থেকে তাদের বোমাসহ আটক করে পুলিশ। এদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। চার যুবককে কুপিয়ে জখম ॥ আটক এক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ অক্টোবর ॥ ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা সোহেল, মাসুম, শামীম ও মুরাদ নামে চার যুবককে কুপিয়ে জখম করেছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুরে মীর হোসেন মীরু ওরফে লেংরা মীরু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। জানা গেছে, শুক্রবার রাতে পাগলা বউবাজার এলাকার ইমরান হোসেনের বাসায় তার বন্ধু সোহেল, মাসুম, শামীম ও মুরাদ বেড়াতে আসে। রাত সাড়ে ৯টায় পাগলা রেলস্টেশনের কাছে পৌঁছলে মীর হোসেন মীরু লোকজন নিয়ে তাদের ৪ জনকে গতিরোধ করে মারধর এবং কুপিয়ে গুরুতর জখম করে। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য ॥ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ অক্টোবর ॥ সাপাহারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় মফিজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মফিজুল উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, প্রধানমন্ত্রীকে নিয়ে ওই যুবক ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে। রাজশাহীতে গ্রেফতার ২৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া ৬জন মাদক ব্যবসায়ী এবং দুজন মাদকসেবী। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৪০ পিস প্যাথেডিন এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় নগর পুলিশের বিভিন্ন ইউনিট। ভোলায় গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ অক্টোবর ॥ বোরহানউদ্দিন উপজেলায় ডিবি পুলিশ ইয়াবাসহ মাদক পাচারকারী ও কথিত জিনের বাদশাসহ ২জনকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে উপজেলার হাকিমুদ্দিন বাজার ও কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী সাইফুল ইসলাম হিরন ও কথিত জিনের বাদশা ও মাদক পাচারকারী আকবরকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাইফুল বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের জহর আলী হাওলাদারের ছেলে ও আকবর কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সানু সেয়ালীর ছেলে। ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ অক্টোবর ॥ কুয়াকাটার নয়াপাড়া গ্রামে রাসেল নামের এক ছাত্রলীগকর্মীর ওপর সশস্ত্র হামলা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ভাড়াটে সন্ত্রাসী কাশেম গাজী রাসেলের ওপর হামলে পড়ে। তাকে এলোপাতাড়ি কোপানো হয়েছে। রাসেলের নাক-কান, পিঠ, পাঁজর, বুকে কোপের আঘাতে গুরুতর জখম হয়েছে। তার চিৎকারে স্থানীয় লোকজন কাশেমকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। রাসেলকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। রাসেল বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আটক কাশেমের বাড়ি আমতলী উপজেলায়। চোরাচালান ॥ প্রতিপক্ষের কব্জি কর্তন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ অক্টোবর ॥ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে সাইদুল ইসলাম (৪৩) নামের এক চোরাকারবারির ডান হাত কেটে দিয়েছে প্রতিপক্ষ। শনিবার সকাল ৮টার দিকে বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সাইদুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাইদুল ইসলাম। এ সময় অস্ত্রধারী এক যুবক এসে সাইদুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ওই যুবক ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাইদুলের ডান হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৮ অক্টোবর ॥ জয়পুরহাট সদর উপজেলার তেঘর শেখপাড়া গ্রামে শনিবার দুপুরে বিদ্যুতায়িত হয়ে শ্যামলী পাহান (৪০) নামে আদিবাসী এক গৃহবধূ মারা গেছেন। জানা যায়, বাড়ির দেয়ালে স্থাপনকৃত বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। মুন্সীগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বসুন্ধরা আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মুন্সীগঞ্জে এক হাজার দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের কাজীরবাগ চৌধুরীবাড়ীতে প্রয়াত চৌধুরী পরিবারের স্বজনদের স্মরণে আয়োজন করা হয় এ ফ্রি চিকিৎসা সেবা। এতে মেডিসিন, নাক-কান-গলা, চক্ষু, গাইনী, অর্থোপেডিক্স, সার্জারি, চর্ম ও যৌন, শিশু এবং দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। বিনামূলে শ্বাসের কষ্টের চিকিৎসা পেয়ে বেজায় খুশি উপজেলার কুচিয়ামোড়া গ্রামের হাসেম বেপারী। আগেই তিনি জেনেছিলেন এখানে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। তাই প্রায় ২৫ কি.মি. দূর থেকে তিনি শনিবার এখানে এসে শ্বাসকষ্টের ডাক্তার দেখিয়েছেন। কাজীরবাগের রহিম মিয়া (৫০) দীর্ঘদিন ধরে চোখের যন্ত্রণায় ভোগছিলেন। বাড়ির কাছের ফ্রি ডাক্তার আর ওষুধের কথা শুনে দেরি করেননি। সকাল সকালই চলে এসেছেন ডাক্তার দেখাতে। বসুন্ধরা আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ওয়াহিদা হাসিন জানান, বসুন্ধরা আদ-দ্বীন মেডিক্যাল কলেজ দেশের খ্যাতনামা বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর্ত মানবতার সেবাই বসুন্ধরা গ্রুপ সব সময় কাজ করে যাচ্ছে। এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ওয়াহিদা হাসিন, সহযোগী অধ্যাপক (চক্ষু) রুহুল আমিন, শিশুরোগ বিশেষজ্ঞ আল-আমিন, মেডিসিন বিশেষজ্ঞ মোঃ সাইফুজ্জমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ বৃষ্টি, দন্ত বিশেষজ্ঞ রুপা প্রমুখ। শামুক আটক করে খালবিলে অবমুক্ত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মাছের খাবার হিসেবে বিক্রির উদ্দেশে নেয়ার সময় যশোরের মনিরামপুরে বিপুল পরিমাণ শামুক আটক করে তা খাল-বিলে অবমুক্ত করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে থানা পুলিশ মনিরামপুরের মোহনপুর বটতলা-সংলগ্ন এলাকা থেকে এগুলো আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামুকের মালিকরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের নির্দেশে এ শামুক আটক ও অবমুক্ত করা হয়। মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শনিবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ট্রাক, নসিমন ও আলমসাধু মিলে ২৫টি যানবাহন আটক করা হয়। বিনামূল্যে বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ অক্টোবর ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১ হাজার ৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সিনজেন্টা ব্র্যান্ডের সরিষা, ভুট্টা বীজ, মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বীজ ও সার বিতরণ করেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম। আশুলিয়ায় ফের গুলি করে টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ অক্টোবর ॥ আশুলিয়ায় ফের গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে জিরাবো এলাকার নিশ্চিন্তপুর মহল্লায় গ্রামীণ ও রবি’র সিম কোম্পানির দু’ বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা গেছে, এদিন দুপুরে নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা উত্তোলন শেষে রবি’র সোহেল রানা (২৭) ও গ্রামীণের হাবিব (৩০) আশুলিয়ার নরসিংহপুরের উদ্দেশে রওনা দেয়।
×