ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাস-ট্রাক চাপায় শ্রমিক ও যুবক নিহত

প্রকাশিত: ০৪:০১, ৯ অক্টোবর ২০১৬

বাস-ট্রাক চাপায় শ্রমিক ও যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৮ অক্টোবর ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সদরের বাগড়াপাড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মামুন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে উল্লিখিত স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসচাপা দিলে মামুন গুরুতর আহত হন। মামুনকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত মামুন ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কে শ্রমিক হিসাবে কাজ করত। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ভোগনাথপুর গ্রামে। সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা পারকৃষ্ণপুর বাজারে ট্রাকচাপায় ফিরোজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ দর্শনা পৌর শহরের পুরাতন বাজারের মেহের আলীর ছেলে। জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজারের ফিরোজ পারকৃষ্ণপুর রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুরে নিহত ২ নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, কাউনিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক পলাশ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেইলী ব্রিজ এলাকার রহিমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাস যাত্রী অনিতা রানী (৩০) মারা যান। তার বাড়ি চিলমারী বলে জানা গেছে। গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের নাগেশ্বরীগামী সাদ্দাম পরিবহনের (চট্টগ্রাম-ব-১১-০২৭৫) যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে চালক পলাশ ঘটনাস্থলেই মারা যান। আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ বাইপাস সড়ক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ অক্টোবর ॥ আত্রাইয়ে রেলওয়ে বাইপাস-উপজেলা পরিষদ সড়কটির এখন বেহাল দশা। দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি আত্রাইবাসীর দুর্ভোগের আরেক নাম। আত্রাই রেলওয়ে বাইপাস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে ছোট বড় যানবাহন। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অথচ উপজেলার পশ্চিম, দক্ষিণ ও উত্তরাঞ্চল এলাকার লোকজনের থানা, হাসপাতাল এবং উপজেলা পরিষদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মাত্র রাস্তা ব্যবহার করতে হয়। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও তা সংস্কারে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। অধ্যক্ষ মাজেদুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা পরিষদে সকল সর্বস্তরের মানুষ যাতায়াত করে থাকে। জাতীয় সঙ্গীত পরিবেশনে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ অক্টোবর ॥ শনিবার সকাল ১০টায় ধামইরহাটে জাতীয় সঙ্গীত শুদ্ধরূপে পরিবেশন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের আয়োজনে এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি মোঃ আমিনুল হক বাবুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সঙ্গীত প্রশিক্ষক রকিবুল হাসান রবিন। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু প্রমুখ। ২৫ মৃৎশিল্পীকে সম্মাননা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২৫ মৃৎশিল্পীকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে শনিবার সকালে বরিশালে অষ্টম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের সমাপ্তি ঘটেছে। এরমধ্যে পটুয়াখালী জেলার বাউফলের বিশ্বেশ্বর পালকে আজীবন সম্মাননা দেয়া হয়। সকাল ১০টায় নগরীর অশি^নী কুমার টাউন হলে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক।
×