ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিমলায় ১০ টাকার চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০৪:০০, ৯ অক্টোবর ২০১৬

ডিমলায় ১০ টাকার চাল বিতরণে অনিয়ম

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে ডিলারের বিরুদ্ধে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল হতে সেপ্টেম্বর মাসের চাল ৪৮৩ জনের মাঝে বিক্রি করেন ডিলার রশিদুল ইসলাম। রহমানগঞ্জ বাজারের পয়েন্টে ডিলার প্রত্যেককে ২ হতে ৩ কেজি করে চাল ওজনে কম দিচ্ছিলেন। এ সময় কাডধারীরা প্রতিবাদী হয়ে উঠলে সেখানে ডিলারের লোকজন তাদের উপর চরাও হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউনিয়নের চেয়ারম্যান ইবনে ফয়সাল মুন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার হস্তক্ষেপে চাল পূরণ করে দেয় ডিলার। এ ঘটনায় কার্ডধারীরা ডিলার পরিবর্তন ও ওই ডিলারের শাস্তি দাবি করেছে। অপর দিকে ডিমলা সদর ইউনিয়নে দুই হাজার আটশত কাডধারীর মাঝে ৬ ডিলার একই চৌহদ্দির ৫০০ গজের মধ্যে চাল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। কাডধারীরা অভিযোগ করে, এই চাল কিনতে তাদের ডিমলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ কিলোমিটার দূর হতে আসতে হচ্ছে। নিয়ম অনুযায়ী ওয়ার্ড ভিত্তিতে ডিলার চাল বিক্রি করবে। সেখানে ডিমলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সংসদ সদস্য আফতাব উদ্দিনের পেট্রোল পাম্প, আওয়ামী লীগ অফিসের সামনে, কাউসার বাজার সীমা সিনেমা হল, বিমল সিংহের চাতাল ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত একই চৌহদ্দির মধ্যে ৬ ডিলার চাল বিক্রি করছে। এই চৌহদ্দির কাছেই রয়েছে সরকারী খাদ্য গুদাম। স্থানীয়রা অভিযোগ করেন, ডিলারদের মধ্যে রয়েছে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের আপন ভাতিজা ও ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকারের ছেলে এ,এইচ এম ফিরোজ, সংসদ সদস্যের আপন চাচাত ভাই আখতার হাবিব সরকার, আওয়ামী লীগের নেতা এনামুল হক মুন্না, রফিউজ্জামান, আশরাফুল আলম, যুবলীগ নেতা শৈলেন চন্দ্র রায়।
×