ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউপি মেম্বার ও সাবেক স্ত্রীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:০০, ৯ অক্টোবর ২০১৬

ইউপি মেম্বার ও সাবেক স্ত্রীকে কুপিয়ে খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চাঁপাইয়ে সাবেক স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। এছাড়া নৌকাডুবিতে নিখোঁজ দুই ছাত্রীসহ চার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সিরাজগঞ্জ ॥ শুক্রবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলামকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার সঙ্গী রাসেলও গুলিবিদ্ধ হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পার্শ্ববর্তী পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলামের বাড়ি বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক-বয়রা গ্রামে। তার বাবা আজিজুল হক কৃষক। সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, রাজাপুর ইউপি সদস্য মনিরুলকে শুক্রবার রাত ১১টার দিকে কে বা কারা কুপিয়ে বা গুলি করে হত্যার পর লাশ সয়দাবাদ ইউনিয়নের দুর্গম পঞ্চসোনা চরে ফেলে রেখে গেছে। শনিবার দুপুরে ঘটনাস্থলের পাশ থেকে পুলিশ একটি রিভলবার উদ্ধার করেছে। ওসি জানান, মনিরুলের নামে সদর ও বেলকুচি এবং টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন থানায় খুন, নৌ-ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে । এছাড়া, যমুনার চরে অপরাধীদের সঙ্গে তার সখ্যতা ছিল। চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাবেক স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তালাক দেয়া ফারজানা আক্তার সুমিকে। একই সময় কুপিয়ে আহত করেছে শাশুড়ি ও তার ছেলেকে। ঘাতক সুমনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ২০১২ সালে চৈতন্যপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের নূর ইসলাম কাচুর মেয়ে ফারজানা আক্তারের। তাদের সংসারে একটি সন্তান আছে। কিন্তু পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। এদিকে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সুমন তার সাবেক স্ত্রীর বাড়ি গিয়ে প্রথমে স্ত্রী ফারজানা আক্তারকে কুপিয়ে হত্যা করে। এ সময় ফারজানাকে বাঁচাতে মা দিলুয়ারা বেগম ও তার ছেলে কামরুজ্জামান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত দিলুয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁশখালী ॥ শঙ্খ নদীর মোহনায় জুঁইদ-ী ঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখেঁাঁজ দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শনিবার ১০টার দিকে বাঁশখালীর ঈশ্বর বাবুর হাট ঘাট এলাকার পশ্চিম দিকে চরে ভেসে ওঠে দুই ছাত্রীর লাশ। খবর পেয়ে ডুবুরি দল ওই এলাকা থেকে লাশ উদ্ধার করেছে। উদ্ধার দুই ছাত্রী পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার জুঁইদ-ী এলাকার মোস্তাক আহমদের মেয়ে হানুফা আক্তার (১২) ও সিরাজুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া (১১)। দুই জনই বাঁশখালীর যাতানূরাইন ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। রাজবাড়ী ॥ পাংশা থানার পুলিশ শনিবার সকালে সরিষা ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে রতন নামে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে। তার বাড়ি একই থানার কলিমহর ইউনিয়নের শাজুরিয়া গ্রামে। দুর্বৃত্তরা হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। মাদারীপুর ॥ সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রাম থেকে শনিবার সকালে মিরাজ কাজীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী শাহিদা আক্তারকে আটক করেছে। জানা গেছে, শহরের ২নং শকুনী এলাকার মোজ্জাফর কাজীর ছেলে মিরাজ কাজী স্ত্রী শাহিদা আক্তার ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে রাস্তি গ্রামের মান্নান খানের বাড়িতে ভাড়া ছিলেন। শনিবার সকালে স্থানীয়রা ঘরের আড়ার সঙ্গে মিরাজের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
×