ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৮৪ বছর বয়সেও থামেননি সুরথ চদ্র দে

প্রকাশিত: ০৩:৫৭, ৯ অক্টোবর ২০১৬

৮৪ বছর বয়সেও থামেননি সুরথ চদ্র দে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা), ৮ অক্টোবর ॥ জেলার দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ৮৪ বছর বয়সের জ্যেষ্ঠ নাগরিক শিক্ষক সুরথ চন্দ্র দে। তিনি দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া মহল্লার বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়া শিক্ষক চশমা ছাড়াই করেন যাচ্ছেন শিশুদের পড়ানো থেকে সকল দৈনন্দিন কাজ। স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে নিয়ে তার সংসার। ছেলেমেয়েদের বিয়েও দিয়েছেন। তারা তাদের মতো জীবনযাপন করছেন। তিনি বলেন, আমার বাবা প্রয়াত বিধু ভূষণ দে শিক্ষক ছিলেন। তাকে অনুসরণ করেই তার শিক্ষকতা। তিনি এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। ১৯৫০ সালে ভারত উপমহাদেশের অসমে চলে যাওয়ায় আর লেখাপড়া হয়নি। তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী পড়ান। এখনও তার বেশকিছু ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রী পিছু ২শ’ থেকে ৩শ’ টাকা করে মাসিক বেতন পান। তার নিজের দিক থেকে কোন চাহিদা নেই। হতদরিদ্র শিশুদের তিনি বিনা বেতনেও পড়ান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এপাড়া থেকে ওপাড়া ছাত্র পড়িয়েই কাটে তার দিন। তিনি বলেন, আমি স্ত্রী, সন্তানদের নিয়ে এভাবেই চালিয়ে এসেছি আমার জীবন। পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ অক্টোবর ॥ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে সফরমালিতে পুকুরে পড়ে নাহিদা আক্তার (১৩) ও রিয়া আক্তার (১২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সফরমালি এলাকার দাসাদী আখন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। রিয়া আক্তার আখন্দ বাড়ির মোঃ ফজলুল হক আখন্দের মেয়ে। সে স্থানীয় জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। নাহিদা আক্তার শহরের আদর্শ মুসলিমপাড়ার নান্নু মিয়াজীর মেয়ে। সে শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা সম্পর্কে মামাত-ফুফাত বোন। নিহত স্কুলছাত্রীদের আত্মীয় শরীফ গাজী জানান, দুপুরে তারা দুই বোন গোসল করতে পুকুরে নামে। তাদের মধ্যে রিয়া সাঁতার জানলেও নাহিদা সাঁতার জানত না। নহিদা পানিতে তলিয়ে যাচ্ছে দেখে রিয়া তাকে উদ্ধার করতে পানিতে ডুব দেয়। পরে দু’জনে তলিয়ে যায়। ১ ঘণ্টা পরে তাদের দু’জনের মরদেহ জড়াজড়ি অবস্থায় ভেসে উঠে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চাঁদপুর সরকারী জেনারেল হাসপতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ বেলায়েত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
×