ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় অনুমোদন ছাড়াই খাসজমিতে মার্কেট নির্মাণ

প্রকাশিত: ০৩:৫৭, ৯ অক্টোবর ২০১৬

কুয়াকাটায় অনুমোদন ছাড়াই খাসজমিতে মার্কেট নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ অক্টোবর ॥ কুয়াকাটা পৌরসভার ঘাটলার ভরাট খাল দখল করে তোলা হচ্ছে স্থাপনা। খোদ পৌরসভার উদ্যোগে প্রয়োজনীয় এসব স্থাপনা তোলা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। মাছ, মুরগিসহ তরিতরকারির বাজার করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। কোন প্রাক্কলন, কিংবা দরপত্র ছাড়াই অন্তত দশ লাখ টাকা ইতোমধ্যে ব্যয় করা হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হবে কাজ শেষ করতে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, ভরাট এ খালের ৪৩ শতাংশ জায়গা বালু দিয়ে উঁচু করা হয়েছে। যেখানে ২৯টি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩টি স্থাপনার বরাদ্দ পাচ্ছেন পৌরসভার তিন প্রভাবশালী কাউন্সিলর। ভাগ্যবান ওই তিন কাউন্সিলর মাছ বিক্রির জন্য ভরাট জায়গায় আড়ত ঘর তৈরি করবেন। বাকি ২৬টি স্থাপনা পৌরসভার মেয়র বরাদ্দ দেবেন বলে জনশ্রুতি রয়েছে। অবৈধ এ কাজটি করতে আবার অবৈধভাবে সাগর সৈকত এবং খাজুরা মোহনা থেকে বালু উত্তোলন করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, ভরাট খালটির দক্ষিণ এবং পশ্চিম দিকে বাঁশ-চাটাইয়ের পাইলিং দেয়া হয়েছে। বালু যাতে সরে না যায় সেজন্য চারদিকে মাটির বাঁধ করা হয়েছে। এরপর বালু ভরাট করে স্থাপনা তোলার উপযোগী করা হয়েছে। ইতোমধ্যে টিন-কাঠ দিয়ে দুটি স্থাপনার কাজ প্রায় শেষদিকে। জানা গেছে, পৌরসভার কাউন্সিলর মোঃ শাহআলম হাওলাদার এবং আবুল হোসেন ফরাজী এ দুটি স্থাপনা তুলেছেন। দুই-এক দিনের মধ্যে আরেক ভাগ্যবান কাউন্সিলর পান্না মিয়াও স্থাপনা তুলবেন। কাউন্সিলর আবুল হোসেন ফরাজী জানান, কাজ করতে গেলে এদিক-সেদিক হতে পারে। তিনি নিজে মাছের ব্যবসা করেন, যে কারণে ঘর তুলেছেন। তবে নিয়ম মাফিক হয়েছে কিনা, তা মেয়র জানেন। কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, মাসিক সভায় একবার এ নিয়ে আলোচনা হয়েছে। এরপর আর কিছু আমাকে জানানো হয়নি। আমি মেয়রসহ কাউন্সিলরদের বলেছি, যা কিছু করেন নিয়মতান্ত্রিকভাবে করেন, নিয়মের বাইরে কোনকিছু করা ঠিক নয়। তিনি আরও জানান, জায়গার অনুমোদন নেই। কাজের প্রাক্কলন নেই। কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, কুয়াকাটায় নির্দিষ্ট কোন মাছ বাজার নেই। বেদখল এ খাসজমি ভরাট খালসহ জমি উদ্ধার করে জনস্বার্থে মার্কেট করার উদ্যোগ নেয়া হয়েছে। আর বরাদ্দও পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে।
×