ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমআই সিমেন্টের সম্পদ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৬, ৯ অক্টোবর ২০১৬

এমআই সিমেন্টের সম্পদ বেড়েছে

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানির ১৭৭তম পর্ষদ সভায় ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য সর্বসম্মতিক্রমে পুনর্মূল্যায়ন করা সম্পদমূল্য অনুমোদন করে পরিচালনা পর্ষদ। সূত্র মতে, নতুন মূল্যায়ন অনুযায়ী সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯৫ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৪০৩ টাকা। আগে যার মূল্য ছিল ৪৪৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৩০ টাকা। এ হিসাবে সম্পদমূল্য বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ বা ৪৬ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৭৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার বিএসআরএম লিমিটেডের ইপিএস ৩ টাকা ২ পয়সা পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৯৫ পয়সা। জানুয়ারি-জুন’১৬ পর্যন্ত সময়ে কোম্পানির এই ইপিএস হয়েছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৮৪ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৫ টাকা ২৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×