ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেক্সিমকো ফার্মার চূড়ান্ত ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৫, ৯ অক্টোবর ২০১৬

বেক্সিমকো ফার্মার চূড়ান্ত ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। বৃহস্পতিবার কোম্পানির ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ১৮ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৩ পয়সা। সর্বশেষ ৬ মাসে ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। নতুন এ লভ্যাংশের জন্যে ১ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ব্লক মার্কেটে এসআইবিএলের ২৩ কোটি টাকা লেনদেন ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটি বুধবারে ১ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে বুধবার ৪ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৩৪৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ২১ লাখ টাকা। প্রাইম ব্যাংক ৪ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ লাখ টাকা। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ২ লাখ ৬৮ হাজার ১০০ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৯ লাখ টাকা। এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ২৪৫টি ও লিন্ডে বিডি ১০ হাজার শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×