ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাজারে তালিকাভুক্তির ডেল্টা হসপিটালের রোডশো অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৫৫, ৯ অক্টোবর ২০১৬

বাজারে তালিকাভুক্তির ডেল্টা হসপিটালের রোডশো অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ৫০ কোটি উত্তোলনের উদ্দেশ্যে ডেল্টা হসপিটাল লিমিটেড রোডশো সম্পন্ন করেছে। কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে আগ্রহী। রাজধানীর উত্তরায় ঢাকা রিজেন্সি হোটেল এ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রোডশো অনুষ্ঠিত হয়। এ সময় ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মীর আমজাদ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ মুকাররম আলী, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ বাকবুল ইসলাম এফসিএমএ এবং পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেল্টা হসপিটালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মীর আমজাদ হুসাইন বলেন, রোগীদের চাহিদা মেটাতে ডেল্টা হসপিটাল লিমিটেডের সম্প্রসারণ প্রয়োজন। এটা বাস্তবায়ন হলে অধিক পরিমাণ রোগীর সেবা প্রদান নিশ্চিত হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ডেল্টা হসপিটাল কোন পারিবারিক প্রতিষ্ঠান নয়। বরং এটি একটি প্রতিষ্ঠান, যা নিজেই একটি পরিবার। দেশের জনগণের সামর্থ্যরে মধ্যে বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। তিনি আরও বলেন, ডেল্টা হসপিটালে বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা এবং পেশাদারিত্বের মাধ্যমে বিনিয়োগকারীদের কাক্সিক্ষত লভ্যাংশ প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে ডেল্টা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ মুকাররম আলী বলেন, ডেল্টা হসপিটাল সুদক্ষ ও সক্রিয় অর্থিক ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত। দেশসেরা প্যাথলজিগুলোর মধ্যে আমাদেরটাই অন্যতম। বিশেষ করে ক্যানসার চিকিৎসার জন্য শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং আর্মড ফোর্সেস ইনস্টিউট অব প্যাথলজি (এএফআইপি) থেকেও ডেল্টা হসপিটালে পাঠানো হয়। বেসরকারী স্বাস্থ্যসেবা খাতে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারিতে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানে অগ্রগামী। তিনি বলেন, ডেল্টা হসপিটালে বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা এবং তাদের স্বার্থরক্ষাই আমাদের মূল লক্ষ্য, যা পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের যথাযথ লভ্যাংশ প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
×