ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রহীনতার জন্য সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে ॥ মোশাররফ

প্রকাশিত: ০৮:৩২, ৮ অক্টোবর ২০১৬

গণতন্ত্রহীনতার  জন্য সন্ত্রাস  মাথাচাড়া  দিচ্ছে ॥  মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্রহীনতার কারণেই সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দেশে গণতন্ত্র না থাকার জন্য প্রধানমন্ত্রী দায়ী অভিযোগ করে তিনি বলেন, যদি সব দলের অংশগ্রহণে জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার থাকত তাহলে এভাবে সন্ত্রাসী কর্মকা- মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ স্মরণে স্বাধীনতা পরিষদ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ড. মোশাররফ বলেন, বিএনপির পক্ষ থেকে সব দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। কিন্তু বিএনপির দাবি উপেক্ষা করে সার্চ কমিটি গঠনের নামে আরেকটি মেরুদ-হীন নির্বাচন কমিশন গঠনের পাঁয়তারা চলছে। বর্তমান রকিব মার্কা মেরুদ-হীন নির্বাচন কমিশনের কাহিনী দেশের মানুষ জানে। তাদের মাধ্যমে পরিচালিত নির্বাচনের ফলও দেশবাসী দেখেছে। তাই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সার্চ কমিটি গঠনের নামে আবারও একটি নির্বাচন কমিশন গঠন করলে তা কেউ মেনে নেবে না। আর এমন নির্বাচন কমিশন দিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনও সম্ভব হবে না। ড. মোশাররফ বলেন, সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্র্গিসের ওপর যখন ছাত্রলীগ নেতা বদরুল হামলা চালিয়েছে তখন কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা উচিত ছিল দেশের জনগণের নয় ছাত্রলীগের মূল্যবোধ নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর আরও বলা উচিত ছিল ছাত্রলীগের সোনার ছেলেরা কেন এত পৈশাচিক ও হিংস্র হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জনগণের মূল্যবোধ নাকি হারিয়ে গেছে।
×