ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাসমিয়া তাবাসসুম রিদিতা

মুনা ও পাখি

প্রকাশিত: ০৬:৪৯, ৮ অক্টোবর ২০১৬

মুনা ও পাখি

ছোট্ট মেয়ে মুনা। পাখি তার খুব ভাল লাগে। তাই সে খাঁচায় টিয়া ও ময়না পাখি পোষে। দুটি পাখির জন্যই রয়েছে দুটি আলাদা খাঁচা। মুনা তাদের চাল, ছোলা ও কলা খেতে দেয়। প্রতিদিন খাঁচা পরিষ্কার করে। পানি বদলায়। পাখিদের কথা শেখায়। ময়না পাখিটার নাম ললি। টিয়ার নাম পলি। মুনার একটা পোষা বিড়ালও আছে, তার নাম মিনি। মুনা স্কুলে চলে গেলে মিনি ললি ও পলিকে অনেক বিরক্ত করে। খাঁচা ধরে ঝাঁকায়। তারা উল্টে পড়ে যায়। ওরা খুব কষ্ট পায়। তখন ললি ও পলিদের মন খুব খারাপ হয়ে যায়। তারা তাদের ভাষায় মুনাকে সব কথা বোঝাতে পারে না। একদিন মুনা খাবার দিয়ে যাওয়ার পর খাঁচার দরজা আটকাতে ভুলে যায়। সেই সুযোগে ললি ও পলি উড়ে চলে যায়। তারা ঠিক করে তারা আর কখনও খাঁচায় ফিরে আসবে না। একটি গহীন জঙ্গলে ললি ও পলি চলে যায়। কিন্তু ওখানকার পাখিরা ওদের সঙ্গে মেশে না, কথাও বলে না। কাছে গেলে ঠোকরাতে আসে। তাই তারা এবার ঠিক করে খাঁচায় ফিরে আসবে। ওদের মুনার কথাও খুব মনে পড়ে। এদিকে মিনি ওর ভুল বুঝতে পারে। মুনা পাখিদের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ললি ও পলি ফিরে আসে। ললি ও পলিকে ফিরে পেয়ে মুনা সুস্থ হয়ে যায়। আর মিনিও ওদের ভাল বন্ধু হয়ে যায়। সানিডেল স্কুল পঞ্চম শ্রেণী
×