ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইব্রাহিম নোমান

শিশু রোবট

প্রকাশিত: ০৬:৪৮, ৮ অক্টোবর ২০১৬

শিশু রোবট

চার ইঞ্চির মতো লম্বা। এক হাতের তালুতেই জায়গা হয়ে যায়। কণ্ঠটা ভীষণ মায়া মায়া। দেখতে যেন ঠিক বাচ্চাদের খেলনা পুতুলের মতো। কিন্তু সে পুতুল নয়। সে একটা রোবট, যে মানুষের সঙ্গে শুধু কথা বলতেই পারে না, আলোচনা চালিয়ে যেতে পারে। কিরোবোর বুদ্ধিমত্তা প্রায় পাঁচ বছর বয়সী একটি শিশুর মতো। এটি নিজ থেকে কারও সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারে। মানুষ এবং জায়গা চিনতে পারে। বিভিন্ন তথ্য একবার বললেই মনে রাখতে পারে। সঠিক সময়ে তা মনে করিয়েও দিতে পারে। মানুষের আচার আচরণ ও মুখভঙ্গি মনিটর ও সনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী কথা বলতে পারে। যেমন, আপনি তার সামনে মুখ ভার করে বসে থাকলে সে জিজ্ঞেস করবে, ‘তোমার কি মন খারাপ? কী হয়েছে?’ কিরোবো মিনি দুলতে ও নড়াচড়া করতে পারে। এর সঙ্গে রয়েছে একটি সোফার মতো বেবি-সিট। সেটিতে রোবটটিকে বসিয়ে রাখা যায়। আবার সেখানে বসিয়েই বিভিন্ন জায়গায় বহন করা সম্ভব। তবে এমনিতেও যে কোন জায়গা বসে থাকতে পারে কিরোবো। কিরোবো মিনির চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার ফুমিনোরি কাতাওকা বলেন, রোবটটিকে কোলে তুলে নিলে সেটি হালকা কাঁপে। ছোট বাচ্চাদের মতোই বসে থাকতে পারে। ফলে মানসিকভাবেও এর সঙ্গে একটি সংযোগ তৈরি হবে ব্যবহারকারীর। জাপানী প্রতিষ্ঠান টয়োটা সম্প্রতি তৈরি করেছে শিশু ধরনের রোবট। আগামী বছর থেকে জাপানে বিক্রি শুরু হবে কিরোবো মিনি রোবট। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯২ মার্কিন ডলার।
×