ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জগলুল হায়দারের ছড়া

প্রকাশিত: ০৬:৪৮, ৮ অক্টোবর ২০১৬

জগলুল হায়দারের ছড়া

পাল্লা হালি হালি ডিমের হালি ডিম নিয়ে যায় মেহের আলি মেহের আলির তিনটা পোলা দেখলো মুড়ির টিনটা খোলা- তাই খেতে কি পাল্লা একাই খেলো আল্লা! হুড়মুড় পিপ পিপ পিপ পিপ গাঁয়ে যেই এলো জিপ পোলাপান ছুটলো চান্স পেয়ে কেউ কেউ বাম্পারে উঠলো। পিপ পিপ পিপ পিপ টিপ টিপ টিপ টিপ জিপ যেই থামলো হুড়মুড় পোলাপান ধুরমুর নামলো। পান সুপারি পান সুপারি পান সুপারি পানের আগায় চুন পান্তা ভাতে ঘি দেবে কে? জুটেই না তো নুন। পান সুপারি পান সুপারি কত্ত টাকা বিরা কত্ত টাকায় মিলবে বলো একশত গ্রাম জিরা? কত্ত টাকা? কত্ত টাকা? নাই পকেটে অত্ত টাকা। শারদীয় শরত শরত কাশের পরত ঢাকের বাড়ি বাজলো দুর্গা আসে গ্রামগুলো তাই খুশির আভায় সাজলো। বাজছে কাঁসর জমছে আসর বাচ্চা বুড়ো ছুটলো পাড়ায় পাড়ায় সব প্রতিমা আলোয় ভেসে উঠলো। দারোগা সাবের বোট সবুজ সবুজ টিয়ে পাখির লালিম লালিম ঠোঁট গাঙ-যমুনায় ছুটছে জোরে দারোগা সাবের বোট। দারোগা সাবের বোটের মুখে ভটর ভটর ভট ধরতে ধরতে চোর পালালো চাকরিখানাই নট। বাক কুম বাক ইরিন্ডা বিরিন্ডা মিনা খায় মিরিন্ডা রাজু খায় কোক মিঠু খায় জল-পানি সাড়ে তিন ঢোক। মিঠু মিনা তাক ধিনা তাক কুম তাক সাথে খুশি টম-পুশি বাক কুম বাক।
×