ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিসি

যুক্তরাজ্যে মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস

প্রকাশিত: ০৬:৪৫, ৮ অক্টোবর ২০১৬

যুক্তরাজ্যে মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস

ইক্রোসফট ঘোষণা দিয়েছে যে যুক্তরাজ্যে তাদের প্রথম ক্লাউড কম্পিউটিং ড্যাটা কেন্দ্রগুলো চালু হয়েছে এবং এরা ক্লাউড সার্ভিস লাগাচ্ছে। কেন্দ্রগুলো লন্ডন, ডারহাম ও কার্ডিফে অবস্থিত। এগুলো মার্কিন কোম্পানিকে তার অনলাইন সার্ভিসগুলো সরকারী খাতের কাছে এবং স্পর্শকাতর তথ্য ঘাঁটাঘাঁটি করে এমন অন্যান্য সংস্থার কাছে বিক্রি করতে সাহায্য করবে। মাইক্রোসফটের ইন্টারনেটচালিত সার্ভিসগুলো গ্রহণ করতে উদ্যত এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রয়েছে। এ্যামাজনও শীঘ্রই যুক্তরাজ্যে এর প্রতিদ্বন্দ্বী ড্যাটাকেন্দ্র খুলতে যাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা দফতর দু’বছর আগে প্রথম মাইক্রোসফটকে স্থানীয় পর্যায়ে ড্যাটাকেন্দ্র খোলার ধারণাটি দেয়। সেই সময় এই দফতর এমন সফটওয়্যার ব্যবহার করছিল যা বহু বছর ধরে আপডেট করা হয়নি। তখনও এই দফতর উইন্ডোজ এক্সপি এবং ২০০৩ কি তারও আগের যাবতীয় এ্যাপস ব্যবহার করছিল। এখন ক্লাউড সার্ভিস ব্যবহার করার সক্ষমতা থাকায় সহযোগিতার ভিত্তিতে যাবতীয় ডকুমেন্টের ওপর কাজ করা সম্ভব হচ্ছে। মাইক্রোসফট যুক্তরাজ্যভিত্তিক ড্যাটাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রথম প্রকাশ করে গত নবেম্বর মাসে। তারা এখন তাদের এ্যাজুর সার্ভিসের স্থানীয় সংস্করণ লাগাচ্ছে যার ফলে গ্রাহকরা ড্যাটা সংরক্ষণ করা এবং প্রসেসিংয়ের কাজ অফ লোড করার সুযোগ পাবে। গ্রাহকরা যা ব্যবহার করছে শুধু সেটার জন্য চার্জ নেয়া হয়। তারা সংক্ষিপ্ত নোটিসে সহজেই তাদের প্রয়োজনীয় এ্যাপটি বদলাতে পারবে। নিজেদের কম্পিউটার সার্ভিস রক্ষণাবেক্ষণের যে খরচ এটা তার চেয়ে যথেষ্ট সস্তা প্রমাণিত হতে পারে। তবে দুটোর মিশ্র ব্যবস্থাও সম্ভব। ঝুঁকিটা অবশ্য এই যে কোথাও কিছু গোলমাল হলে মুহূর্তে তা অনেক সংস্থার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাজ্য ড্যাটাকেন্দ্র থাকার অর্থ মাইক্রোসফট বিদেশে ড্যাটা না পাঠিয়েও অফিস ৩৬৫ প্রোডাকটিভিটি এ্যাপগুলোর অনলাইন স্যুট লাগাতে পারবে। মাইক্রোসফট আশা করে যে এতে ক্লায়েন্টরা তাদের তথ্যের নিরাপত্তা সম্পর্কে নতুন করে আশ্বস্ত হবে। ব্রিটিশ প্রতিরক্ষা দফতর এতদিন ক্লাউড সার্ভিসগুলোর ব্যবহারে অনীহা প্রকাশ করে আসছিল। পাবলিক সেক্টরের অন্যান্য ক্ষেত্রে ক্লাউড সার্ভিসে যেতে নানা কারণে আপত্তি করছিল। তার মধ্যে একটা কারণ ড্যাটার সার্বভৌমত্ব ও কাজের জটিলতা নিয়ে আশঙ্কা। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইসিটি নেটওয়ার্কের মতো অত জটিল পরিবেশ আর কারোর নেই। তাই এই থেকে অন্যান্য সম্ভাব্য গ্রাহকদের নতুন করে আশ্বাস পাওয়ার কথা। প্রতিরক্ষা দফতর আশা করে যে মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস ব্যবহার করে মোটা অঙ্কের অর্থের সাশ্রয় হবে। প্রথমদিক প্রতিরক্ষা দফতরের ২ লাখ ৩০ হাজার স্টাফকে ক্লাসিফাইড দলিলপত্র সংরক্ষণ করতে দেয়া হবে না। পরে কালক্রমে এই কড়াকড়ি শিথিল করা হবে। ব্রিটিশ প্রতিরক্ষা দফতর ছাড়াও ক্লাউড সার্ভিস ব্যবহারে তারপর নতুন গ্রাহকদের মধ্যে বসেছে সাউথ লন্ডন এ্যান্ড মডসলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট, ক্যাপিটা নামক আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার এবং কেয়ার ফ্লো কানেক্ট নামে স্বাস্থ্য পরিচর্যার পেশাদারদের জন্য একটি চ্যাট এ্যাপ। মাইক্রোসফট আশা করছে যে আইন সার্ভিস, ব্যাংকিং, ইউটিলিটি এবং সরকারী খাতের অন্যান্য সংস্থা এখন ক্লাউড সার্ভিসের সুবিধা নেয়ার উপায় খুঁজছে।
×