ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বদরুলের শাস্তি দাবিতে বিক্ষোভ চলছে

খাদিজার অবস্থার কিছুটা উন্নতি, ডান পা নড়তে দেখা গেছে

প্রকাশিত: ০৬:১১, ৮ অক্টোবর ২০১৬

খাদিজার অবস্থার কিছুটা উন্নতি, ডান পা নড়তে দেখা গেছে

সালাম মশরুর, সিলেট অফিস ॥ বখাটে প্রেমিক বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের পরিচালক মীর্জা নাজিম উদ্দীন। শুক্রবার দুপুর দুইটার দিকে তিনি এ কথা জানান। এদিকে দুপুর সোয়া বারোটায় সংবাদ সম্মেলন করে চিকিৎসকের বরাত দিয়ে নার্গিসের ভাই শাহীন আহমেদ বলেন, নার্গিসের অবস্থা অপরিবর্তিত হলেও তার (নার্গিস) ডান পা একটু নড়তে দেখা গেছে। তাই আমরা আশাবাদী ভাল কোন সংবাদ আসবে। তবে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আরও সময় লাগবে। নার্গিসের শরীরিক অবস্থা নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকরা কথা বলবেন বলেও জানান শাহীন আহমেদ। খাদিজা লাইফ সাপোর্টে রয়েছে। প্রবল আশাবাদী মানুষ। পরিবারের লোকজন ছাড়াও অসংখ্য মানুষ স্কয়ার হাসপাতালের আশপাশে অবস্থান করছেন। খোঁজ-খবর নিচ্ছেন। খাদিজার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা আত্মীয় পরিজন সহপাঠীসহ সকল শ্রেণীর মানুষের। এখন দাবি একটাই বখাটে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি। খাদিজার চিকিৎসার ভার নেয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। দেশজুড়ে আলোচিত খাদিজার উপর হামলার ঘটনা নিয়ে বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে যথার্থ বলে উল্লেখ করেছেন দেশের সচেতন সমাজ। প্রতিবাদ-কর্মসূচী ॥ এদিকে সিলেটসহ দেশের সচেতন প্রতিবাদী জনতা নরপিশাচ বদরুলের ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। সর্বস্তরের মানুষ তার নৃশংস নিষ্ঠুর বর্বরতায় হতভম্ব এবং হতবাক। বিশেষ করে যারা খাদিজাকে কোপানোর ধারণকৃত ভিডিওটি দেখেছেন তারা বদরুলের নৃশংসতায় অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছেন। অনেকে এ দৃশ্য দেখে রীতিমতো হাউমাউ করে কেঁদেছেন, সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে এখনও চোখের জল ফেলছেন। পাষ- বদরুলের চাপাতির আঘাতে মাটিতে লুটিয়ে পড়া অসহায় খাদিজার ‘মাইগো’ ‘মাইগো’ চিৎকারের সঙ্গে কোপের পর কোপ মারতে দেখে বুকটা কেঁপে উঠেছে সবার। এ জঘন্য নিষ্ঠুরতার প্রতিবাদে গত ৪ দিন থেকে সিলেট মহানগরী উত্তাল। মানুষ প্রতিবাদ করছে, বদরুলের ফাঁসির দাবি জানাচ্ছে। ফেসবুক আর মোবাইল ফোনে কেউ কেউ সংবাদ মাধ্যমের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার ৩টায় দক্ষিণ সুরমায় কাজীর বাজার ব্রিজ সংলগ্ন পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সার্ক ইয়ুথ এ্যাসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও ধ্রুবতারা সিলেট জেলার সভাপতি মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ধ্রুবতারা দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি শামীম আহমদের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল হোসেন নুরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ূন কবির রুবেল, সাধারণ সম্পাদক শাহ এম এ সালমান, সুমন আহমদ, আবু সুফিয়ান, মারজুল আলম লিটু, ফজলুল করিম চৌধুরী মিনহাজ, মোঃ জীবন, মোঃ রাসেল, আরিফ আহমদ, মান্না, সাহেদ, সাহান, লালা আহমদ, রনি, সৈয়দ সুহেল, সৈকত চন্দ্র হৃদয়, আল আমিন ও বাবু। বক্তারা বলেন, খাদিজা আক্তার নার্গিসের উপর এই বর্বরোচিত হামলায় শুধু সিলেট অঞ্চল নয়, সমগ্র দেশের মানুষ শোক ও ক্ষোভে স্তব্ধ। অবিলম্বে হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। আহত কলেজছাত্রী খাদিজা আক্তারের চিকিৎসার দায়িত্ব নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা।
×