ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শঙ্কা নাশকতার

হবিগঞ্জে পারাবত এক্সপ্রেসে আগুন, আহত ৫০

প্রকাশিত: ০৫:৩২, ৮ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে পারাবত এক্সপ্রেসে আগুন, আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ অক্টোবর ॥ হবিগঞ্জের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আউটার লাইনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস লাইনচ্যুত এবং ইঞ্জিনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ যাত্রী। বন্ধ রয়েছে ঢাকা-সিলেট রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন পথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে থাকা শত শত নারী-পুরুষ। এদিকে এই দুর্ঘটনাকে স্রেফ দুর্ঘটনা বলে মানতে নারাজ যাত্রীরা। অনেকেই বলছে, নাশকতামূলক কর্মকাণ্ড না হলে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ত না। শায়েস্তাগঞ্জ জংশন স্টেশন মাস্টার মোয়াজ্জেমুল ও নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদসহ এলাকার স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস সকাল দশটায় উল্লিখিত স্থানে পৌঁছামাত্র বিকট শব্দে ইঞ্জিনসহ সম্মুখভাগের চারটি বগি আকস্মিক লাইনচ্যুত হয়। এ সময় ইঞ্জিনটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুতগতিতে ব্যাপক আকার ধারণ করে অন্যত্র ছড়িয়ে পড়ার উপক্রম হয়। ধোঁয়ার কু-লীতে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে যাত্রীরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করে এবং নিজেদের প্রাণরক্ষার্থে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে একে অপরের ধাক্কায় এবং জানালা ও দরজা দিয়ে বের হওয়ার চেষ্টাকালে অন্তত ৩০ থেকে ৫০ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জেলা প্রশাসক সাবিনা আলম, এসপি জয়দেব কুমার ভদ্র, এলাকার এমপি এ্যাডভোকেট মাহবুব আলী, ইউএনও মুখলেছুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থেকে ফায়ার ব্রিগেডের অন্তত তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে ট্রেনের ইঞ্জিনটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো অন্তত দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে আহত যাত্রীদের দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা ছয়টা থেকে সাতটার আগে এ রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু সম্ভব হতে পারে। তবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতামূলক কর্মকাণ্ড তা এখনও বুঝে উঠতে পারেনি রেলওয়ে, জেলা বা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তাদের ধারণা, তদন্তের পরই বলা যাবে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ কি। ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন ॥ হবিগঞ্জের নোয়াপাড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে শুক্রবার সন্ধ্যায় এই তদন্ত কমিটি গঠন করেন সংশ্লিষ্ট বিভাগীয় ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম। এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতামূলক তা খতিয়ে সংশ্লিষ্ট দফতরে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এই কমিটি। এদিকে একই দিন সকাল ১০টায় হবিগঞ্জের নোয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন আউটার সিগন্যালের সন্নিকটে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং অন্তত ৫টি বগি লাইনচ্যুত হয়ে ৩০ থেকে ৫০ জন যাত্রী গুরুতর আহত হন। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বগি ও ইঞ্জিন সরানোর কাজে লিপ্ত হলে অন্তত ১০ ঘণ্টা পর ঢাকা-সিলেট ভায়া চট্টগ্রাম রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
×