ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩১, ৮ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বই আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে। শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মঞ্চ নির্মাণ কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ সব কথা বলেন। মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের ভেন্যুস্থলে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ কাজ পরিদর্শন করেন। নেতৃবৃন্দ নির্মাণ কাজ ঘুরে ঘুর দেখেন এবং সেখানে কিছু সময় কাটান। সেখানে নির্মাণ কাজ তদরকির জন্য সাজসজ্জা উপ-কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটির অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে। নেতৃবৃন্দ সেখানে রাখা সম্মেলন মঞ্চের নকশা দেখেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে এই মঞ্চ তৈরি করা হচ্ছে। তার একটি নকশা সেখানে স্থাপিত সাজসজ্জা উপ-কমিটির ক্যাম্পে রাখা হয়েছে। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জোর গতিতে এই সম্মেলনের প্রস্তুতির কাজ চলছে। এই প্রস্তুতির অংশ হিসেবে শুরু করা হয়েছে সম্মেলন মঞ্চ নির্মাণ ও ভেন্যু প্রস্তুতের কাজ। এই প্রস্তুতির কাজ দেখতে গিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। লাখ লাখ নেতাকর্মীর প্রাণের সংগঠন। এই সংগঠনের জাতীয় সম্মেলন যে কোন মূল্যে সফল করা হবে। সম্মেলন সফল করার জন্য সার্বিক প্রস্তুতি কাজ চলছে। নাসিম বলেন, শুধু সম্মেলন সফল করা নয়, এই সম্মেলনের মধ্য দিয়ে দলের যে নতুন কমিটি নেতৃত্বে আসবে সেই নেতৃত্বের হাত ধরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে। আগামী ২০১৯ সালের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনসহ এ সরকারের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবারের সম্মেলন অন্যান্য সম্মেলনের চেয়ে আলাদা। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
×