ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়েতে হিথ স্ট্রিক?

প্রকাশিত: ০৫:০৫, ৮ অক্টোবর ২০১৬

জিম্বাবুইয়েতে হিথ স্ট্রিক?

স্পোর্টস রিপোর্টার ॥ ডেভ হোয়াটমোরকে ছাঁটাই করার পর থেকে খালি জিম্বাবুইয়ের হেড কোচের পদটি। যে লক্ষ্যে বুধবরাই কোচ নিতে সাক্ষাতকার প্রক্রিয়া শেষ করেছে জিম্বাবুইয়ে ক্রিকেট বোর্ড। যেখানে এগিয়ে আছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ ও সাবেক জিম্বাবুইয়ে অধিনায়ক হিথ স্ট্রিক। যদিও এই পদের জন্য সাক্ষাতকার দিয়েছেন এ্যান্ডি ব্লিগনাট, দক্ষিণ আফ্রিকার কেভিন পিটারসেন ও জাস্টিন সামন্সও। স্ট্রিক ছাড়াও কোচ নিয়োগের ক্ষেত্রে ডার্ক হর্স হিসেবে রয়েছেন সামন্স। দিবা-রাত্রির টেস্টে ইংল্যান্ড স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের প্রথম টেস্টটি হবে ফ্ল্যাডলাইটের আলোয়। এজবাস্টনে এই টেস্ট অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। মূলত দীর্ঘ ফরমেটের ক্রিকেটে দর্শকপ্রিয়তা ও আগ্রহ বাড়াতেই এমনটি আয়োজন। এ প্রসঙ্গে ইংল্যান্ড বোর্ডের (ইসিবির) প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘ক্রিকেটকে দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে দিতেই এমনটি করা হচ্ছে।’ এর আগে গত নভেম্বরে এ্যাডিলেডে আলোর নিচে প্রথম টেস্টটি খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
×