ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাপ্য শাস্তিই ভোগ করছেন শারাপোভা!

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৬

প্রাপ্য শাস্তিই ভোগ করছেন শারাপোভা!

স্পোর্টস রিপোর্টার ॥ মেলডোনিয়াম সেবনের কারণে টেনিস থেকে নির্বাসনে মারিয়া শারাপোভা। গত সপ্তাহে তার শাস্তির মেয়াদ ২ বছর থেকে ৯ মাস কমিয়ে ১৫ মাসে নিয়ে আসে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত। তবে ডোপিং কেলেঙ্কারিতে ধরা পড়ে টেনিস থেকে নিষেধাজ্ঞার শাস্তি রাশিয়ান তারকার প্রাপ্য ছিল বলেই মন্তব্য করেছেন তারই সাবেক বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রোভ। এ প্রসঙ্গে বুলগেরিয়ার ২০ নাম্বার তারকা গ্রিগর দিমিত্রোভ বলেন, ‘আমি মনে করি টেনিস অঙ্গন তার অনুপস্থিতি অনুভব করবে। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে সে হয়তো ফিরে আসবে, কোর্টে নামার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করবে। তবে অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তি দিতেই হবে। এর কোন বিকল্প নেই।’ বিশ্ব টেনিসে যে ক’জন প্রমীলা খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে শারাপোভা অন্যতম। টেনিস কোর্টে পারফর্মেন্সের পাশাপাশি তার রূপ-গুণ দিয়েও ভক্ত-অনুরাগীদের মুগ্ধ-বিমোহিত করেছেন তিনি। কিন্তু চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চলকালীন যেন গোটা বিশ্বকেই অবাক করে দেন তিনি! নিজেই স্বীকার করেন যে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম সেবন করে আসছিলেন রুশ সুন্দরী। যে কারণে শারাপোভাকে দুই বছর টেনিসের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। তবে এই রায়ের বিরুদ্ধে বিশ^ ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালতে আবেদন করেন মাশা। আর গত সপ্তাহে শারাপোভার আপীলের বিপরীতে ৯ মাস কমিয়ে ১৫ মাস বহাল রেখেছে শাস্তি। এর অর্থ হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই শারাপোভার কোর্টে নামার কথা রয়েছে। শারাপোভার আগেও ডোপ কেলেঙ্কারিতে জড়িত বেশ কিছু ঘটনা বিশ^ টেনিসকে বেশ প্রভাবিত করেছে। দিমিত্রোভের মতে, ‘এই ঘটনার বিপরীতে শাস্তির মাত্রাটাও এমনই হওয়া উচিত, যাতে সেটা উদাহরণ হয়ে থাকে।’ এর আগে অবশ্য গ্রেট ব্রিটেনের টেনিস তারকা এ্যান্ডি মারেও বলেছিলেন এমন শাস্তি শারাপোভার প্রাপ্য।
×