ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়া

প্রকাশিত: ০৫:০৪, ৮ অক্টোবর ২০১৬

স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) উদ্যোগে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকায় আগামী ৯-১৩ অক্টোবর পর্যন্ত ‘ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি ২০১৬ (পুরুষ অনুর্ধ-২১ ও মহিলা অনুর্ধ-১৯) আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে দক্ষিণ মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল অংশ নেবে। উভয় বিভাগে সাতটি দল দুই ভাগে বিভক্ত হয়ে তিন ভেন্যুতে (শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) রাউন্ড রবিন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তীতে প্রতিগ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে। এই আসরে পুরুষ ও মহিলা বিভাগে যে ২টি দল শিরোপা জিতবে তারা পরবর্তীতে এই আসরের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। স্বাগতিক বাংলাদেশ উভয় বিভাগেই শিরোপা জেতার ব্যাপার আশাবাদ ব্যক্ত করেছে। এ টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাংগঠনিক কমিটির সম্পাদক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্টের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও স্পন্সর প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ার, মিডিয়া উপ-কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান মিকুসহ টুর্নামেন্ট উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কসহ বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের অধিনায়ক যথাক্রমে ইমরান হোসেন ও রুবিনা বেগম এবং প্রধান কোচ কামরুল ইসলাম কিরণ।
×