ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীঘ্রই ফিরছেন মেসি

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৬

শীঘ্রই ফিরছেন মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি নিয়ে বেশ বিপাকে আছেন লিওনেল মেসি। এখন প্রায়শই ঘাতক ইনজুরি তাকে মাঠের বাইরে ঠেলে দিচ্ছে। বর্তমানেও বাইরে আছেন। যে কারণে খেলতে পারছেন না ক্লাব বার্সিলোনা ও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এই খেলতে না পারার জন্য মেসিকেই দুষছেন আর্জেন্টিনার টিম সেক্রেটারি জর্জ মিয়াডোস্কুই। এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, জাতীয় দল বা ক্লাব ফুটবল যাই হোক না কেন, মেসি খেলতে চান প্রতিটি ম্যাচেই পুরোটা সময়। মাঝে মধ্যে কোচের নির্দেশে বদলি হিসেবে মাঠ ছাড়তে হলে অসন্তুষ্ট হন সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু এভাবে একটানা খেলে যাওয়ার পরিণাম ভাল হচ্ছে না সেটাই স্মরণ করে দিয়েছেন মিয়াডোস্কুই। বিরতিহীনভাবে খেলে যাওয়ার কারণেই মেসি বারবার ইনজুরি আক্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি। গত ২১ সেপ্টেম্বর লা লিগায় এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে ফের চোট পান মেসি। এজন্য খেলতে পারেননি পেরুর বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। প্যারাগুয়ের বিরুদ্ধেও মাঠের বাইরে থাকবেন। তবে আশার কথা, দ্রুতই কুচকির ইনজুরি থেকে সুস্থ্য হয়ে মাঠে ফিরছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। বার্সিলোনার প্রধান চিকিৎসক রিকার্ড প্লানা জানিয়েছেন, মেসি এখন পুরোপুরি সুস্থ। আগামী ১৫ অক্টোবার লা লীগার ম্যাচে ডিপোর্টিভো লা করুনার বিরুদ্ধেই মাঠে নামতে পারেন মেসি। মেসির এই ইনজুরির খবরে ভালই চটেছিলেন আর্জেন্টিনার কোচ এডগার্ডো বাউজা। বার্সিলোনা মেসির যতœ নিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তিনি। আর্জেন্টিনার টিম সেক্রেটারি মিয়াডোস্কুই মনে করছেন, মেসি নিজেই নিজের যতœ নিচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, মেসি নিজেই সতর্ক হচ্ছেন না। তিনি সবসময়ই খেলতে চান। আমাদের সবারই তার প্রতি যতœশীল হওয়া উচিত। তবে আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও কলম্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগেই মেসি মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী মিয়াডোস্কুই। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মেসি ফিরে আসবেন। আশা করছি নবেম্বরের ম্যাচগুলোতে আমরা তাকে মাঠে পাব। মেসিও মাঠে ফিরতে উদগ্রীব বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ বাউজা। তিনি বলেন, নিজের ইনজুরি নিয়ে মেসি বেশ শঙ্কিত। সে খেলায় ফিরতে চায়। সাইডলাইনে বসে থাকাটা তার জন্য বেশ কঠিন। কিন্তু আমরা কোনভাবেই তাকে স্কোয়াডে রাখতে চাই না। আমরা সবাই তার বিষয়ে বেশ সচেতন।
×